উঠল বেস প্রাইসের ১২ শতাংশ, ডাহা ফেল ৫জি স্পেকট্রাম নিলাম

Share It

দু’বছর পর হওয়া সত্ত্বেও ডাহা ফ্লপ হল দ্বিতীয় দফার ৫জি স্পেকট্রাম নিলাম। মাত্র দু’দিনে শেষ হয়ে গেল নিলাম। শেষবার সাত দিন ধরে চলেছিল নিলাম। সর্বোপরি, সরকারের রাখা সর্বনিম্ন মূল্যের ধারেকাছেও পৌঁছলো না দর। সর্বনিম্ন ৯৬,২৩৮ কোটি টাকা দর রাখলেও তা উঠল মাত্র ১১,৩৪০ কোটি টাকায়, মানে ১২ শতাংশেরও কম।

ভারতের মুখ্য তিন টেলিকম অপারেটর রিলায়েন্স জিও ইনফোকম (Reliance Jio Infocom), ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea – Vi) অতিরিক্ত ৫জি টেলিকম স্পেকট্রামের জন্য প্রতিদ্বন্দ্বিতা করল। মঙ্গলবার সকালে নিলাম শুরু হয়ে বুধবার দুপুরে মোট সাত রাউন্ডের পর শেষ হয়েছে। সমস্ত স্পেকট্রাম মিলিয়ে সরকার বেস প্রাইস নির্ধারিত করেছিল কমপক্ষে ৯৬,২৩৮ কোটি টাকা।

মোট ১০, ৫২২.৩৫ মেগাহার্টজ স্পেকট্রাম বিভিন্ন ব্যান্ডে নিলাম করা হয়েছে। ব্যান্ডগুলির মধ্যে রয়েছে ৮০০ মেগাহার্টজ, ৯০০ মেগাহার্টজ, ১৮০০ মেগাহার্টজ, ২১০০ মেগাহার্টজ, ২৩০০ মেগাহার্টজ, ২৫০০ মেগাহার্টজ, ৩৩০০ মেগাহার্টজ, এবং ২৬ গিগাহার্টজ। টেলিকম সংস্থাগুলি তাদের বর্তমান পরিষেবার মান বাড়াতে এবং ধারাবাহিকতা বজায় রাখতে এই স্পেকট্রামের নিলামে অংশগ্রহণ করেছে।

নিলামে সবচেয়ে বেশি দর দিয়ে ভারতী এয়ারটেল ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের পাশাপাশি ১৮০০ মেগাহার্টজ এবং ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে স্পেকট্রাম কিনেছে। রিলায়েন্স জিও ১৮০০ মেগাহার্টজ এবং ভোডাফোন আইডিয়া ৯০০ মেগাহার্টজ, ১৮০০ মেগাহার্টজ এবং ২৫০০ মেগাহার্টজ ব্যান্ডে স্পেকট্রাম কিনেছে।

সাইমালটেনিয়াস মাল্টিপল রাউন্ড অ্যাসেন্ডিং (Simultaneous Multiple Round Ascending – SMRA) পদ্ধতিতে হল ই-নিলাম। ২০ বছরের জন্য স্পেকট্রাম বরাদ্দ করা হবে। নিলাম জিতে পাওয়া স্পেকট্রামের দাম ২০টি সমান বার্ষিক কিস্তিতে ৮.৬৫ শতাংশ সুদে দিতে পারবে টেলিকম সংস্থা। চুক্তি অনুযায়ী ন্যূনতম ১০ বছরের আগে স্পেকট্রাম ছাড়তে পারবে না সংস্থা।

এই নিলামে পাওয়া স্পেকট্রামের জন্য কোনও স্পেকট্রাম ইউজেস্ চার্জ (Spectrum Usage Charges – SUC) দিতে হবে না। ব্যাঙ্কের তরফের কোনও আর্থিক গ্যারান্টি (Financial Bank Guarantee – FBG) বা পারফরম্যান্স গ্যারান্টি (Performance Bank Guarantee – PBG) জমা দেওয়ারও প্রয়োজন নেই।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ৮ মার্চ টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) একটি আবেদনপত্র আমন্ত্রণকারী বিজ্ঞপ্তি (Notice Inviting Applications – NIA) জারি করেছিল। সেখানেই সমস্ত ব্যান্ডের উল্লেখ করে নিলামের কথা জানানো হয়।

প্রসঙ্গত, এই ই-নিলাম প্ল্যাটফর্মের সাথে অংশগ্রহণকারীদের সড়গড় করানোর উদ্দেশে ৩ জুন, ১৩ জুন ও ১৪ জুন মক-নিলাম আয়োজন করা হয়েছিল৷ ২৫ তারিখ নিলাম শুরুর কথা মাথায় রেখে অংশগ্রহণকারীদের তথ্যে কোনও ভুল নেই নিশ্চিত করার জন্য ২৪ জুন সকাল ৯ টায় একটা ক্যাটালগ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে প্রথম দফার নিলামে রেকর্ড ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি স্পেকট্রাম বিক্রি হয়েছিল। যেখানে মুকেশ আম্বানির জিও মোট স্পেকট্রামের প্রায় অর্ধেক কিনে নিয়েছিল ৮৮,০৭৮ কোটি টাকায়। সুনীল মিত্তালের এয়ারটেল ৪৩,০৮৪ কোটি টাকার এবং ভোডাফোন-আইডিয়া ১৮,৭৯৯ কোটি টাকার স্পেকট্রাম কিনেছিল।

Loading


Share It