লোকেশ কানাগরাজের ছবিতে আমির!
সোমনাথ লাহা
একজন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। অপরজন দক্ষিণের নামী পরিচালক। তাঁর পরিচালিত প্যান ইন্ডিয়ান ছবিগুলো বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। এবার এই দু’জনের মেলবন্ধন ঘটতে চলেছে। এতটা শুনেই উৎসাহিত হয়ে পড়া পাঠকদের উদ্দেশ্যে জানাই নতুন ছবি নিয়ে মিটিং হয়েছে আমির খান ও পরিচালক লোকেশ কানাগরাজের মধ্যে।
এই মুহূর্তে প্যান ইন্ডিয়ান ছবির অন্যতম সফল পরিচালক লোকেশ। তাঁর হাত থেকেই ‘মনাগারাম’, ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’-এর মত ছবি উপহার পেয়েছেন দর্শকরা। থলাপতি বিজয়ের সঙ্গে ‘লিও’ ছবির পর ইতিমধ্যেই দক্ষিণের থালাইভা রজনীকান্তের সঙ্গে ‘কুলি’ ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত পরিচালক। সেই ছবিতে রজনীকান্তের সঙ্গে রয়েছেন শ্রুতি হাসান, সত্যরাজ, মহেন্দ্রনের মত অভিনেতারা। দর্শকদের সবসময়ই লোকেশের কাজের উপর নজর থাকে। এবার কোন সুপারস্টারের সঙ্গে ছবি করবেন সেটা জানার অপেক্ষায় ছিল সকলেই।
শোনা যাচ্ছে আমির খানের সঙ্গে লোকেশ কানাগরাজের যেরকম মিটিং হয়েছে তাতে দু’জনের মধ্যে কাজের পরিকল্পনা সফল হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। আমির অনুরাগীরা তাঁকে বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। প্রসঙ্গত ইতিমধ্যেই ‘সিতারে জমিন পর’-এর শুটিং শেষ করে ফেলেছেন অভিনেতা। ডাউন সিনড্রোমের মত বিষয় ভাবনাকে নিয়ে তৈরি হওয়া এই ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর মাসে, ক্রিসমাসের সময়। ছবিতে আমিরের বিপরীতে রয়েছেন জেনেলিয়া ডি’সুজা।
এদিকে আমির প্রযোজিত ‘লাপাতা লেডিস’ ইতিমধ্যেই দর্শক ও সমালোচক উভয়েরই প্রশংসা আদায় করে নিয়েছে। সম্প্রতি ছবিটির একটি বিশেষ স্ক্রিনিং হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। এছাড়াও আমিরের প্রযোজনায় আসতে চলেছে ‘লাহোর ১৯৪৭’ ছবিটি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল ও প্রীতি জিনতা। ছবিটির পরিচালক রাজকুমার সন্তোষী।
এখন দেখার বিষয় এটাই যে কবে আনুষ্ঠানিকভাবে লোকেশ ও আমির তাঁদের এই নতুন ছবির ঘোষণা করেন। বড়পর্দায় লোকেশের পরিচালনায় আমিরকে দেখার জন্য দর্শক ও সিনেপ্রেমীদের মধ্যে যে তুমুল আগ্রহ থাকবে তা বলাই যায়।