দিওয়ালিতে আমির, সঙ্গে ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’

Share It

সোমনাথ লাহা

বলিউডে দিওয়ালিতে বড় ব্যানার এবং বড় স্টারের ছবি মুক্তি পাওয়াটা কোন‌ও বড় বিষয় নয়। এবার সেই তালিকায় বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান‌ও। তবে সশরীরে নয়। তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি ছবি ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’ মুক্তি পেতে চলেছে এবারের দিওয়ালিতে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া থ্রি’, রোহিত শেট্টি পরিচালিত এবং অজয় দেবগণ অভিনীত ‘সিংহম এগেইন’-এর মত ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে দিওয়ালিতে। এবার সেই তালিকায় জুড়ে গেল আমিরের এই ছবিটিও। একথা সকলেই জানেন যে বরাবরই বিষয় ভাবনাকে গুরুত্ব দিয়ে ছবির নির্মাণ করেন আমির। তাই দিওয়ালিতে বক্স অফিস দখলের লড়াইটা যে বেশ জমজমাট হয়ে উঠতে চলেছে সেকথা বলাই যায়।

মূলত অ্যাডাল্ট কমেডি ঘরানার ছবি ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন মোনা সিং। তাঁকে দেখা যাবে একজন গ্যাংস্টারের ভূমিকায়। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন শরিব হাশমি, মিথিলা পালকর প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন বীর দাস ও কবি শাস্ত্রী। ছবিটি পরিচালনা করার পাশাপাশি ছবিতে একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয়‌ও করেছেন বীর।

এর আগে ২০১১তে এই এক‌ই ঘরানার ‘দিল্লি বেলি’র মত ছবি নিয়ে এসেছিলেন আমির। এদিকে ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’ ছবির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থার তরফে। অপরদিকে নিজের প্রযোজনা সংস্থা থেকে এই ছবিটি আনার পাশাপাশি এবছর আমিরকে বড় পর্দায় দেখা যাবে ‘সিতারে জমিন পর’ ছবিতে। ছবিটি পরিচালনা করছেন ‘শুভ মঙ্গল সাবধান’ খ্যাত আর.এস. প্রসন্ন। এছাড়াও স্প্যানিস ছবি ‘ক্যাম্পেওনস’-এর রিমেকেও দেখা যাবে আমিরকে। সেই ছবিতে আমিরের বিপরীতে রয়েছেন জেনিলিয়া দেশমুখ। ‘তারে জমিন পর’ খ্যাত দর্শিল সাফারি‌ও দীর্ঘদিন পর এই ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করছেন।

Loading


Share It

One thought on “দিওয়ালিতে আমির, সঙ্গে ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’

Comments are closed.