এআইআইএফএ সভায় ঘোষণা স্টিলেক্স ২০২৪-এর
পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এবং পূর্ব ভারতের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদকদের নিয়ে ক্লাস্টার মিটিং আয়োজন করল এআইআইএফএ টেকসই স্টিল উৎপাদক সমিতি। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি যোগেশ মান্ধানি, সাধারণ সম্পাদক কমল আগরওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন স্টিল শিল্পের বহু কান্ডারি।
স্টিল শিল্পের চ্যালেঞ্জ গুলো আলোচনা করাই প্রধান উদ্দেশ্য ছিল এই সভার। জিএসটি সংক্রান্ত আলোচনাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একইসঙ্গে আগামী ১৮-১৯ সেপ্টেম্বর ‘স্টিলেক্স ২০২৪ এবং ৩৬তম জাতীয় সম্মেলন’ এর ঘোষণাও হয়। দু’দিনের এই অনুষ্ঠান হবে বোম্বে এগজিবিশন সেন্টার, গোরেগাঁও, মুম্বাইতে।
সদ্য ঘোষিত বাজেট যে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সেকথাও উঠে আসে সভায়। আলোচনা হয় ইস্পাতের ব্যবহার বাড়ানো নিয়েও। এই বিষয়ে বিশেষ আর্থিক উদ্যোগের সুপারিশও করা হয়।
যোগেশ মান্ধানি বলেন, “শিল্পের চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবিলা করতে হবে। তার পথে এআইআইএফএ-এর রি-ব্র্যান্ডিং করা আশু প্রয়োজন”।
কমল আগরওয়াল বলেন, “স্টিলেক্স ২০২৪ একটি প্রয়োজনীয় ইভেন্ট হবে যা শিল্পের অংশীদারদের এক ছাতার তলায় আনবে। আলোচনা হবে শিল্পের সমস্যা নিয়ে, খুঁজতে হবে সমাধান। স্টিলেক্স এর লক্ষ্য নেট জিরো স্টিল (সবুজ ইস্পাত) উৎপাদন ও সরবরাহে দেশকে শীর্ষস্থানে নিয়ে যাওয়া”।