অক্ষয় ও ভিকি জুড়ছেন ‘স্ত্রী টু’-এর সঙ্গে
সোমনাথ লাহা
স্বাধীনতা দিবসের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বলিউডের বহু প্রতীক্ষিত হরর-কমেডি ছবি ‘স্ত্রী টু’। পঙ্কজ ত্রিপাঠি, রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবিটি ২০১৮ এর সুপারহিট ‘স্ত্রী’ ছবির সিক্যুয়েল।
স্বভাবতই ছবিটিকে ঘিরে ইতিমধ্যেই যথেষ্টই উন্মাদনার সৃষ্টি হয়েছে দর্শকমহলে। ম্যাডক ফিল্মস বরাবরই ছোট বাজেটে অভিনব বিষয় ভাবনার ছবি নির্মাণের জন্য বলিপাড়ায় সুপরিচিত। তাই ‘স্ত্রী ২’ টিজার ও ট্রেলার ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে।
এবার এই ছবির সঙ্গে জুড়তে চলেছেন অক্ষয় কুমার ও ভিকি কৌশল। একথা শুনে দর্শকরা হয়ত ভাবছেন ‘স্ত্রী ২’তে এই দুই অভিনেতা রয়েছেন! না, তা নয়। আসলে প্রেক্ষাগৃহে এই ছবি দেখানোর আগে দর্শকরা দেখতে পাবেন অক্ষয় ও ভিকির নতুন দুই ছবির ঝলক।
অক্ষয়ের নতুন ছবি ‘স্কাইফোর্স’-এর টিজার যুক্ত হয়েছে ‘স্ত্রী টু’র সঙ্গে। ছবিতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে বীর পাহাড়িয়াকে। একইভাবে ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ ছবির টিজারও দেখতে পাবেন দর্শকরা। প্রসঙ্গত ভিকির এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ডিসেম্বরের গোড়ায়। সেই সময় আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ মুক্তি পাওয়ার কথা। একই সময়ে আসবে ভিকির এই ছবিটি।
প্রসঙ্গত, গত বছর এই সময়ে মুক্তি পেয়েছিল ভিকি কৌশল অভিনীত ছবি ‘শ্যাম বাহাদুর’। এবছর ভিকির ছবি গুলি বক্স অফিসে কেমন ব্যবসা করে সেটাই দেখার বিষয়। গতবছর বক্স অফিসে ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে লড়াই হয়েছিল ভিকির ছবির। এবার ‘পুষ্পা টু’র সঙ্গে ভিকির ছবির লড়াই কেমন হয় তা দেখার জন্য উন্মুখ থাকবেন সিনেপ্রেমীরা।
অন্যদিকে ১৫ অগাষ্ট ‘স্ত্রী টু’র সঙ্গে বক্স অফিসে লড়াই হতে চলেছে অক্ষয়ের ছবি ‘খেল খেল মে’র। মুদাসসর আজিজ পরিচালিত সেই ছবিতে অক্ষয়ের সঙ্গে রয়েছেন তাপসী পান্নু, বাণী কাপুর ও ফারদিন খান। এই ছবির হাত ধরেই বলিউডে কামব্যাক করছেন ফারদিন।