বিক্রমাদিত্য মোতওয়ানের ‘সিটিআরএল’-এ মুখ্য চরিত্রে অনন্যা
সোমনাথ লাহা
বিষয় ভাবনার বৈচিত্র্যময়তাই পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের ছবিকে গতানুগতিক বলিউডের ছবিগুলোর থেকে আলাদা করেছে। পরিচালক আবার হাজির একটি আকর্ষণীয় বিষয় ভাবনাকে সঙ্গী করে। ছবির নাম ‘সিটিআরএল’। অত্যাধুনিক এই থ্রিলার ছবির বিষয়বস্তু এমনই যা দর্শকদের প্রযুক্তির উপর নির্ভরশীলতা নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। স্যাফরন এবং আন্দোলন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটির প্রিমিয়ার হতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনন্যা পান্ডে এবং বিহান সামাত। অনন্যা ছবিতে নেলা অবস্থি এবং বিহান জো ম্যাসকারেনহাসের চরিত্রে অভিনয় করছেন। ছবির কাহিনি আবর্তিত হয়েছে রোমান্টিক দম্পতি নেলা ও জো-কে কেন্দ্র করে। এরা দু’জনে সম্মিলিতভাবে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করেন। তাদের তৈরি বিষয় দর্শকরা ভীষণ পছন্দ করেন। কিন্তু ঘটনাচক্রে যখন তাদের ব্রেকআপ বা ছাড়াছাড়ি হয়ে যায় তখন কি হয়? কারণ, আজকের এই দুনিয়ায় যখন ডেটার মধ্যেই রয়েছে সব শক্তি সেখানে দু’জনের এই বিচ্ছেদের ফলে কতখানি ডেটা শেয়ারিং সম্ভবপর! আপনি আপনার জীবনের কতখানি ভাগ করতে ইচ্ছুক? তবে কি আপনি ধীরে ধীরে এই যাবতীয় প্রক্রিয়ার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ছবিতে।
আরও পড়ুন: আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক মে’তে ধনুষের বিপরীতে কৃতি
ছবিতে কাজের সুযোগ পেয়ে রোমাঞ্চিত অনন্যা জানান, “এই ছবির কাহিনি খুবই আকর্ষণীয় এবং রীতিমত মন ছুঁয়ে যাওয়া। গল্পটি আপনাকে অবাক করে দেবে। আপনার জীবনের উপর সত্যিই আপনার নিয়ন্ত্রণ রয়েছে কি? আমার বিশ্বাস এই ছবিটি সকলকে প্রযুক্তির উপর ক্রমবর্ধমান নির্ভরশীলতার বিষয়টি সম্পর্কে ভাবতে বাধ্য করবে।”
বিক্রমাদিত্য মোতওয়ানের কথায়, “আমরা আমাদের জীবনের যতখানি সময় ডিভাইসের পিছনে ব্যয় করি সেই স্ক্রিন টাইমটাই এখন আমাদের স্ক্রিন লাইফ হয়ে গিয়েছে। প্রশ্ন হল আমরা কি সমস্ত ডিজিটাল ব্যাপ্তির নিয়ন্ত্রণে রেখেছি নাকি আমাদের আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে? এই ছবিটির মধ্যে দিয়ে সেই সকল প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে।”
আরও পড়ুন: ওয়েব সিরিজে এবার মাধুরী ‘মিসেস দেশপান্ডে’, নেপথ্যে নাগেশ কুকুনুর
তবে ছবির কাস্টিং এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি নিয়ে পরিচালকের অভিমত, “এই নিউএজ ছবির জন্য তাই এমন কাস্টের প্রয়োজন ছিল যারা এই ধরণের বিষয়ে অবগত এবং পাশাপাশি এমন মাধ্যমের দরকার ছিল যা অত্যন্ত প্রাসঙ্গিক। সেই কারণেই নেটফ্লিক্সকে বেছে নিয়েছি।” অনন্য বিষয় ভাবনার এই ছবিকে নিয়ে দর্শকদের পাশাপাশি জেন ওয়াইয়ের মধ্যেও যে আগ্রহ থাকবে তা বলাই যায়।
৪ অক্টোবর নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে ‘সিটিআরএল’ ছবির।