মৃণাল সেনের আদর্শ আমি আমৃত্যু ধারণ করব: চঞ্চল চৌধুরী

তিনি এই উপমহাদেশের অন্যতম সেরা অভিনেতা। ‘মনপুরা’, ‘মনের মানুষ’, ‘আয়নাবাজি’ থেকে হালের ‘হাওয়া’ তাঁর উপস্থিতি সবসময়ই দিয়েছে চমক। অভিনেতা তথা গায়ক-চিত্রশিল্পী চঞ্চল চৌধুরী। মোবাইল স্ক্রিনেও তাঁর অবাধ যাতায়াতে তৈরি হয় ‘কারাগার’, ‘তাকদীর’ বা ‘মুন্সিগিরি’র মত শিল্প। দু’বার বাংলাদেশের জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতার প্রথম ভারতীয় ছবি ‘পদাতিক’ মুক্তি পেল আজ। ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের জীবনীচিত্রে তিনি মৃণাল সেন। ছবি মুক্তির আগেই ‘দ্য কাউন্টার কালচার’ এর সঙ্গে আড্ডায় চঞ্চল চৌধুরী বললেন অনেক না বলা কথা।

আমার আর চঞ্চলদার ট্যানট্রাম নেই তাই কেমিস্ট্রিটা দারুণ হয়েছে: মনামী

ফ্রেন্ডস্ কমিউনিকেশনের প্রযোজনায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে মৃণাল সেন-এর জীবনীচিত্র ‘পদাতিক’। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে তাঁর লুক চমকে দিয়েছে সবাইকে। ছবির সেটে উপস্থিত হয়েই বোঝা গিয়েছিল, ট্রেলার মুক্তির পরেও দেখা গেছে শুধু লুক নয়, অভিনয়েও চমকে দিতে চলেছেন তিনি। ‘দ্য কাউন্টার কালচার’-এর সঙ্গে একান্ত আড্ডায় মনামী ঘোষ বললেন ‘পদাতিক’ কথা।

বাঙালি সাহিত্যধর্মী ছবি হয়না বলে, সাহিত্যধর্মী ছবিকে রিমেক ভাবে: সৃজিত

স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ প্রযোজিত মৃণাল সেন-এর জীবনীচিত্র ‘পদাতিক’। দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়ে এই ছবি সিনেপ্রেমীদের আলোচনার বিষয় হয়ে উঠেছে। ছবি মুক্তির আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আড্ডা দিলেন ‘দ্য কাউন্টার কালচার’-এর সঙ্গে।

“যে লেগ্যাসিটা বহন করছি আমরা সেটার কতটা যোগ্য?”: কোরক

মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘পদাতিক’। ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত মৃণাল সেনের এই জীবনীচিত্রে তরুণ ‘মৃণাল’-এর ভূমিকায় তিনি। টিজার, ট্রেলারে তাঁকে দেখে সকলেই বলেছেন, বাহ্। তিনি কোরক সামন্ত। ছবি মুক্তির আগে ‘দ্য কাউন্টার কালচার’ এর সঙ্গে আড্ডায় অনেক না বলা কথা বললেন কোরক।

Exclusive: মেগা দিয়েছে কনফিডেন্স, কাঁটায় কাঁটায় চ্যালেঞ্জ নিলেন জয়দীপ

২০২৩ সালের শুরুতেই একদম তৈরি হয়ে যাওয়া একটা প্রজেক্ট নিয়ে দীর্ঘ অপেক্ষা করেছে গোটা টিম। কথায় আছে, সবুরে মেওয়া ফলে। সেইভাবেই সিরিজের টিজার প্রকাশ্যে আসতেই চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রত্যেকের কৌতুহল, কবে থেকে দেখা যাবে জয়দীপ মুখোপাধ্যায়ের নতুন সিরিজ ‘কাঁটায় কাঁটায়’?

অনেক স্বপ্নের দিকে একসঙ্গে দৌড়চ্ছি: মনামী

রাজু মজুমদারের প্রথম ছবি ‘ফণীবাবু যুগ যুগ জিও’-তে ‘ফণীবাবু’ শুভাশিস মুখোপাধ্যায়ের বিপরীতে ‘সুন্দরী’ মনামী ঘোষ। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন ছবি দিয়ে। এদিকে আবার মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘পদাতিক’। এর মাঝেই ‘দ্য কাউন্টার কালচার’ এর সঙ্গে আড্ডায় অনেক না বলা কথা বললেন মনামী।

Film Review: ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ নবীন পরিচালকের কপিবুক স্ট্রেট ড্রাইভ

১২৩ মিনিটের এই ছবির গল্প বিশেষ কোনও একটা চরিত্রকে ঘিরে আবর্তিত হয় না বরং বেশ কয়েকটা চরিত্র আর একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে হয়। চিত্রনাট্য পরিচালক নিজেই লিখেছেন এবং বলতেই হয় যে প্রত্যেকটা চরিত্রকে প্রয়োজনীয় স্পেস দিয়েছেন তিনি। চিত্রনাট্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কোপা আমেরিকা আর ইউরো কাপের সময়। তো বলাই যায়, টিত্রনাট্যের কল্যাণে প্রথম নকআউট ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন দুলাল। তবে ক্লিন শিট রাখতে পারলেন কি? সেই উত্তর খুঁজে নিই একটু। সেক্ষেত্রে বলব গোল করে, আত্মঘাতী গোল খেয়ে ড্র হতে চলা একটা ম্যাচের অতিরিক্ত সময়ের একদম শেষ মিনিটে চমৎকার একটা বাইসাইকেল কিকে গোল করে কোয়ার্টার ফাইনালে এসেছেন নতুন পরিচালক।

Exclusive:অস্কার কর্তৃপক্ষ বুদ্ধদার উপরে হওয়া কাজগুলো সংরক্ষণ করতে চায়: সোহিনী

বুদ্ধদা এমন একজন মানুষ যাঁকে সারা পৃথিবীতে ‘মাস্টার ফিল্মমেকার’ হিসেবে দেখা হয়। অস্কার কর্তৃপক্ষ মানে ‘অ্যাকাডেমি সোসাইটি’ বুদ্ধদার উপরে হওয়া কাজগুলোকে সংরক্ষণ করতে চাইছেন। মুম্বইয়ে ওঁকে নিয়ে সাংঘাতিক লাফালাফি আমি নিজে দেখেছি। কেরলে তো মাতামাতি আছেই। কিন্তু সত্যিই নিজের রাজ্যে বা নিজের শহরে ওঁকে নিয়ে চর্চা অনেক কম। সেই চর্চা বাড়ানোটাকেও অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ হিসেবেই দেখছি আমি।

Exclusive: ‘মানিকবাবুর মেঘ’-এ ভালবাসার বৃষ্টি প্রসেনজিতের

অনির্বাণ ভট্টাচার্য এই ছবি নিবেদন করছেন বলে ভীষণ খুশি ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’। “অনির্বাণ আমার ছোট ভাইয়ের মত। ও আজ একজন প্রতিষ্ঠিত অভিনেতা-পরিচালক। আমি খুব গর্বিত ওর মত একজন মানুষ এরকম একটা ছবির পাশে দাঁড়িয়েছে বলে। হয়ত ছবিকে এইসব ব্যাপার বিরাট কোনও সাহায্য করে না তবু অনির্বাণ ভট্টাচার্য একটা ছবিকে প্রেজেন্ট করার একটা গুরুত্ব আছেই”, স্নেহ মেশানো গলায় বললেন তিনি।

Film Review: ‘অপরাজিত’ বাঙালির নস্টালজিয়ার দুঃখবিলাসে প্রকাশ্যে চোখ মোছার অহংকার

এই ছবি বাঙালিকে বাধ্য করবে আরেকবার ‘পথের পাঁচালী’ দেখতে। এই ছবি আবার একবার বাধ্য করবে সর্বজয়ার সহমর্মী হয়ে চোখের জল ফেলতে। অনেক নস্টালজিয়ার একটা দুঃখবিলাস থাকে। ‘অপরাজিত’ সেই দুঃখবিলাসে প্রকাশ্যে চোখ মোছার অহংকার।