কমেডি ছবির হাত ধরে আবার একসঙ্গে আয়ুষ্মান-রাজ
সোমনাথ লাহা
বলিউডের প্রতিভাসম্পন্ন অভিনেতাদের মধ্যে অন্যতম আয়ুষ্মান খুরানা। কমেডি ছবিতে তাঁর জুড়ি মেলা ভার। আয়ুষ্মানের ছবির তালিকায় চোখ রাখলেই তা বোঝা যায়। অভিনেতাকে আবার দেখা যাবে কমেডি ছবিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আরও একবার কমেডি ছবিতেই কাজ করতে চলেছেন তিনি।
আয়ুষ্মান আবার জুটি বাঁধছেন পরিচালক রাজ শান্ডিল্যর সঙ্গে। প্রসঙ্গত এই পরিচালকই ২০১৯ এর ছবিতে তাঁকে বলিউডের ‘ড্রিম গার্ল’-এ পরিণত করেছিলেন। বক্স অফিসে রীতিমতো ভাল ব্যবসা করেছিল সেই ছবি। শুধু তাই নয়। মহিলারূপী আয়ুষ্মানকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। সেই কারণেই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ২০২৩ -এ মুক্তি পায় ছবির সিক্যুয়েল ‘ড্রিম গার্ল ২’। সেই ছবিও ভাল ব্যবসা করেছিল। এই দুটি ছবির সূত্র ধরেই অভিনেতা ও পরিচালকের মধ্যে গড়ে ওঠে সখ্য।
আরও পড়ুন: রাজ-ডিকের নেটফ্লিক্স ফ্যান্টাসি সিরিজে আদিত্য-সামান্থা, সঙ্গে ওয়ামিকা
তবে ‘ড্রিম গার্ল ২’ ছবির সাফল্যকে মাথায় রেখে যদি দর্শকরা মনে করেন এবার এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব আসতে চলেছে তাহলে ভুল করছেন। এটি সম্পূর্ণ আলাদা একটি গল্প। সূত্রের খবর, গ্রামীণ প্রেক্ষাপটে এই মজার কাহিনি বুনেছেন পরিচালক। একমাসের মধ্যেই শেষ হয়ে যাবে চিত্রনাট্য লেখার কাজ। তারপরেই পুরো বিষয়টি অভিনেতাকে ন্যারেশন দেবেন পরিচালক।
এদিকে আয়ুষ্মান আপাতত ব্যস্ত গুনীত মোঙ্গা ও করণ জোহর প্রযোজিত একটি কমেডি ছবির শুটিংয়ে। অপরদিকে পরিচালক রাজ শান্ডিল্য এখন ব্যস্ত ‘ভিকি বৈদ্য কা উয়োওয়ালা ভিডিও’ ছবির কাজে। সবকিছু ঠিকঠাক থাকলে এবছরের শেষ অথবা আগামী বছরের শুরু থেকেই আরম্ভ হতে পারে এই নতুন ছবির শুটিং।
আরও পড়ুন: গুপ্তচরবৃত্তি নিয়ে আদিত্যর নতুন ছবি, ২৫ জুলাই শুটিং শুরু করছেন রণবীর
এখন দেখার বিষয় এটাই বক্স অফিসে আয়ুষ্মান-রাজ শান্ডিল্য জুটি এই ছবির হাত ধরে হ্যাটট্রিক করতে পারে কিনা!
One thought on “কমেডি ছবির হাত ধরে আবার একসঙ্গে আয়ুষ্মান-রাজ”
Comments are closed.