বলিউডে বাল ঠাকরের নাতি, ঐশ্বরীকে অনুরাগের ছোঁয়া

Share It

সোমনাথ লাহা

আবার স্টার্ট সাউন্ড, ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি ববি দেওলের সঙ্গে একটি ছবির কাজ করেছেন তিনি। এবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের হয়ে একটি থ্রিলার ছবির নির্মাণের কাজে হাত দিয়েছেন অনুরাগ। সেখানে রয়েছে চমক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরী ঠাকরে। সম্পর্কে যিনি শিবসেনা সুপ্রিমো বালা সাহেব ঠাকরের নাতি। প্রসঙ্গত অনুরাগের এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন ঐশ্বরী। তার মা স্মিতা ঠাকরে একজন সমাজকর্মীর পাশাপাশি প্রযোজক হিসেবে সুপরিচিত বলিপাড়ায়। ঐশ্বরী নিজের প্রথম কাজটিই করছেন অনুরাগ কাশ্যপের সঙ্গে।

ছবিতে ঐশ্বরী ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন বিনীত কুমার সিং, মহম্মদ জিশান আয়ুব ও কুমুদ মিশ্র-র মতো প্রতিষ্ঠিত অভিনেতারা। প্রজেক্টের চমকপ্রদ স্টারকাস্ট‌‌ই জানান দিতে চলেছে কেমন হতে চলেছে অনুরাগের এই ছবিটি। সূত্রের খবর, ইতিমধ্যেই লক্ষ্ণৌতে জোরকদমে চলছে এই ছবির শুটিং। শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে ছবির শুটিং করার পাশাপাশি শহরের নির্যাস ও প্রাণবন্ততার বিষয়টিকেও নিজের ছবিতে তুলে ধরার চেষ্টায় মগ্ন পরিচালক। শোনা যাচ্ছে লক্ষ্ণৌতে শুটিংয়ের বিষয়ে নিজের দুই বন্ধুপ্রতিম পরিচালক সুধীর মিশ্র ও অনুভব সিনহার থেকে বেশ কিছু পরামর্শ নিয়েছেন অনুরাগ। সুধীর সম্প্রতি লক্ষ্ণৌতে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করে গিয়েছেন। আর এই শহর সম্পর্কিত অনেক তথ্য রয়েছে অনুভবের ঝোলায়।

সবমিলিয়ে রীতিমতো প্রস্তুতি নিয়েই ছবির শুটিং শুরু করেছেন অনুরাগ। ছবির ইউনিট সূত্রের খবর আপাতত রবিবার পর্যন্ত টানা হবে ছবির প্রথম শিডিউলের শুটিং পর্ব। ইতিমধ্যেই লক্ষ্ণৌর বিভিন্ন জায়গা, বাজার এলাকা সহ মালিহাবাদে হয়েছে ছবিটির শুটিং। শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসে ছবির দ্বিতীয় পর্যায়ের শুটিং হবে।

খবর, অনুরাগ ও তাঁর শুটিং ইউনিটকে গোমতি নগরের পত্রকার পুরম, কুরসি রোড, সিটি স্টেশন, জাহাঙ্গীরাবাদ প্যালেস সহ পুরোনো শহরের ক্লক টাওয়ারের মতো জায়গাগুলিতে শুটিং করতে দেখা গিয়েছে।

তবে বড়পর্দায় প্রথম কাজ আসার পর সেটি যদি ফ্লপ হয়, তাহলে তার থেকে সামলে ওঠার কাজটা বড়ই কঠিন। সেই কারণেই শাহরুখ খান কন্যা সুহানা খান থেকে বিগ বি-র নাতি অগস্ত্য নন্দা নিজেদের ডেব্যু প্ল্যাটফর্ম হিসেবে ওটিটি প্রজেক্টকেই বেছে নিয়েছেন। তাই ঐশ্বরীর আগামী দিনের চলার পথটা কেমন হয় সেটা দেখার অপেক্ষায় থাকবেন সিনেপ্রেমীরা।

Loading


Share It