আন্তর্জাতিক সম্মান পেয়ে বন্ধনে লিয়েন্ডার
লিয়েন্ডার পেজকে সম্মানিত করল বন্ধন ব্যাঙ্ক। উপলক্ষ্য প্রথম এশিয় হিসেবে লিয়েন্ডারের আন্তর্জাতিক টেনিসের ‘হল অফ ফেম’-এ জায়গা পাওয়া।
অলিম্পিকে ভারতের হয়ে প্রথম ব্রোঞ্জ পদক জেতা লিয়েন্ডারের কেরিয়ারে রয়েছে ১৮ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের গৌরবও।

লিয়েন্ডারের হাতে সম্মাননা তুলে দিয়ে বন্ধন ব্যাঙ্কের অন্তর্বর্তীকালীন এমডি-সিইও রতন কুমার কেশ বলেন, “লিয়েন্ডারের এই অর্জন আমাদের গর্বিত করে, অনুপ্রাণিত করে। ওঁকে সম্মানিত করে আমরা গৌরবাণ্বিত।’
লিয়েন্ডার বলেন, “বন্ধন ব্যাঙ্কের সম্মাননা পেয়ে আমি গর্বিত। আমি মনে করি আমার এই অর্জন আসলে গোটা ভারতের। তাঁদের অকুন্ঠ সমর্থন সব সময় আমাকে উদ্যম জুগিয়েছে।