নন্দনে দিনভর উদযাপনে বুদ্ধদেব দাশগুপ্ত
‘বুদ্ধদেব দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট’ এবং ‘ফোরাম ফর ফিল্ম স্টাডিজ্ অ্যান্ড অ্যালায়েড আর্টস’ উদযাপন করতে চলেছে কিংবদন্তি পরিচালক-কবি বুদ্ধদেব দাশগুপ্তর কাজ এবং তাঁর দর্শন। এই উদযাপনে থাকবে প্রখ্যাত চিত্রগ্রাহক অসীম বসুর মাস্টারক্লাস। তবে মাস্টারক্লাস এর সমস্ত আসন পরিপূর্ণ হয়ে গেছে বলেই জানিয়েছেন পরিচালকের স্ত্রী এবং ‘বুদ্ধদেব দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট’-এর ফাউন্ডার সোহিনী দাশগুপ্ত। প্রসঙ্গত, অসীম বসু ‘উত্তরা’, ‘টোপ’ এবং ‘উড়োজাহাজ’ এই তিনটে ছবিতে বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে কাজ করেছেন।
পরিচালকের ছবিতে লোককথা এবং লোকসঙ্গীতের প্রভাব বিষয়ে আলোচনা করবেন লোকশিল্প ও লোকসঙ্গীত বিশেষজ্ঞ অভিজিৎ বসু। দেখানো হবে পরিচালকের ছবি ‘টোপ’।
আরও পড়ুন: অস্কার কর্তৃপক্ষ বুদ্ধদার উপরে হওয়া কাজগুলো সংরক্ষণ করতে চায়: সোহিনী
বিকেল ৪.১৫ তে উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চিত্রপরিচালক গৌতম ঘোষ এবং অভিনেতা-নৃত্যশিল্পী জয়া শীল ঘোষ। জয়া পরিচালকের ‘উত্তরা’ ছবিতে অভিনয় করেন। উদযাপনের অনুষ্ঠান হবে নন্দন ৩-এ ৬ জুলাই।