খুঁটি পুজো করল ভবানীপুর ৭৫ পল্লী

Share It

নিজেদের ৬০ তম বছরের পুজোর খুঁটি পুজো করল ভবানীপুর ৭৫ পল্লী। আজ সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রেখে আন্তঃধর্মীয় খুঁটি পুজো করল তারা। বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা একত্রিত হয়েছিলেন।

আন্তঃধর্মীয় খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশীষ কুমার, শিল্পী সনাতন দিন্দা জৈন ধর্মের কৈলাশ জৈন, শিখ ধর্মের তারসীম সিং, পার্সী ধর্মের জিমি ট্যাংরি, হিন্দু ধর্মের দেবকর চৈতন্য, রামকৃষ্ণ মিশনের স্বামী পরমানন্দ মহারাজ, চীনা বৌদ্ধ ধর্মের মিসেস লুসি, খ্রিস্টান ধর্মের ফাদার মার্টিন, বাহাই – এর পল্লব গুহ, সিন্ধির মুরালি পাঞ্জাবি, ইসলাম ধর্মের ইমরান জাকি এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির তাৎপর্য তুলে ধরেন।

ভবানীপুর ৭৫ পল্লী উদ্ভাবনী পুজো পদ্ধতির জন্য দীর্ঘকাল ধরেই প্রশংসা পেয়ে আসছে। ক্লাবের সেক্রেটারি সুবীর দাস বলেন, “আমাদের ৬০ তম বছরে, আমরা আন্তঃধর্মীয় খুঁটি পুজোর প্রবর্তন করতে পেরে রোমাঞ্চিত, যা সাংস্কৃতিক বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য গড়ে তোলার প্রতি আমাদের দায়বদ্ধতার উদাহরণ৷”

Loading


Share It