বিবস্ত্র গণতন্ত্র? অগ্নিমিত্রার নেতৃত্বে ধর্না বিধানসভার সামনে
“বিবস্ত্র গণতন্ত্র, লজ্জা লোকাবার স্থান কোথায়!”, লেখা প্ল্যাকার্ড হাতে অগ্নিমিত্রা পাল। আর তাঁর নেতৃত্বে বিজেপির মহিলা বিধায়কেরা ধর্নায় বসলেন। সোমবার বিধানসভার গাড়িবারান্দার সামনেই কোচবিহার এবং চোপড়ার ঘটনার প্রতিবাদে মুখর হলেন অগ্নিমিত্রা, চন্দনারা। রাজ্যের সন্ত্রাস নজিরবিহীন জানিয়ে তাঁদের দাবি অবিলম্বে সরকারি পদক্ষেপের।
প্রসঙ্গত, কোচবিহারে বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে তোলপাড় রাজনৈতিক মহল। অভিযোগের আঙুল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। আর অন্যদিকে ভাইরাল ভিডিওয় দেখা গেছে চোপড়ার তৃণমূল নেতা তাজমুল এক মহিলা ও এক তরুণকে রাস্তায় ফেলে মারধর করছে। প্রতিবাদে মুখর হয়েছে বিরোধী নেতৃত্ব।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য এই ধর্নায় যথেষ্ট অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘‘ধর্নার অনুমতি ছাড়াই বিজেপি বিধায়করা ধর্নায় বসেছেন। আমি মার্শালের পদক্ষেপ চেয়েছি।”
অগ্নিমিত্রার কথায়, “সারা রাজ্যে একাদিক্রমে নারী নির্যাতন চলছে। তার বিরোধিতায় এই ধর্না। রাজ্যপালের দ্বারস্থ হব। প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যেতে হলেও যাব।”
নিজের সোশ্যাল মাধ্যমে অগ্নিমিত্রাদের ধর্নার ভিডিও পোস্ট করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী লেখেন, “তৃণমূলের মধ্যযুগীয় বর্বরতার নিন্দা ভাষার অতীত। তবে এগুলো কোনো ব্যতিক্রমী বিষয় নয় বরং রাজ্যের বাস্তব চিত্র।”
অগ্নিমিত্রার সঙ্গে ধর্নায় বসেছেন চন্দনা বাউড়ি, সুমিতা সিনহা এবং শিখা চট্টোপাধ্যায়।