বলিউডে এবার হররভার্স, কিয়ারা এবার দেবী
‘কপ ইউনিভার্স’ অতীত নয়, তবে এবার তৈরি হতে চলেছে ‘হররভার্স’। সৌজন্যে ম্যাডক ফিল্মস। ‘স্ত্রী ২’ ছবির আকাশছোঁয়া সাফল্যের পর বলিউডের প্রায় সমস্ত প্রথম সারির অভিনেতা চাইছেন এই ধারার ছবিতে ভাগ্য পরীক্ষা করতে। এই মুহূর্তে তাই অন্যতম ব্যস্ত প্রযোজক ম্যাডকের দিনেশ বিজন। মিটিং করতে করতে জেরবার ‘স্ত্রী ‘ ফ্র্যাঞ্চাইজ পরিচালক অমর কৌশিকও।

খবর, ইতিমধ্যেই ‘হররভার্স’ এর প্রথম ছবি ‘দেবী’র জন্য সই করে ফেলেছেন কিয়ারা আদবানি। ফ্যান্টাসি হরর কমেডির এই ছবিতে কিয়ারাই দেবী। ‘ওয়র ২’ এবং ‘টক্সিক’ ছবির শুটিং শেষ হওয়ার পরে, মানে ২০২৫ এর মাঝামাঝি সময় থেকে শুট শুরু করবেন কিয়ারা, এরকমই কথা।

আরেকটি ছবির শুটিং শুরু হবে চলতি বছরের নভেম্বরের শেষে। ছবির নাম ‘থাম্বা’। বিজয়নগরের ভ্যাম্পায়ার নিয়ে হবে এই হিস্টোরিক্যাল হরর কমেডির ছবি। ছবির কাস্ট কিন্তু চমকে দেওয়ার মত। শোনা যাচ্ছে ‘থাম্বা’ পরিচালনা করবেন ‘মুঞ্ঝ্যা’ খ্যাত আদিত্য সারপোদার। আয়ুষ্মান খুরানা আর রশ্মিকা মন্দানা জুটির ছবিতে মূল অ্যান্টাগনিস্ট চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। মূলত দিল্লিতেই শুটিং হবে ছবির।