এআইআইএফএ সভায় ঘোষণা স্টিলেক্স ২০২৪-এর
স্টিল শিল্পের চ্যালেঞ্জ গুলো আলোচনা করাই প্রধান উদ্দেশ্য ছিল এই সভার। জিএসটি সংক্রান্ত আলোচনাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একইসঙ্গে আগামী ১৮-১৯ সেপ্টেম্বর ‘স্টিলেক্স ২০২৪ এবং ৩৬তম জাতীয় সম্মেলন’ এর ঘোষণাও হয়। দু’দিনের এই অনুষ্ঠান হবে বোম্বে এগজিবিশন সেন্টার, গোরেগাঁও, মুম্বাইতে।