হফম্যান-হপকিন্স জুটি নিয়ে কাজ হল না বিধু বিনোদ চোপড়ার!
চিত্রনাট্য নিয়ে বিধু দেখা করলেন ডাস্টিন হফম্যান-এর সঙ্গে। দেখা করবেন অ্যান্থনি হপকিন্স-এর সঙ্গেও। পর্দায় লড়াই হবে ম্যারাথন ম্যান আর গডফাদারের। কিন্তু বিভিন্ন কারণে হলিউডে হলনা ছবিটা।
চিত্রনাট্য নিয়ে বিধু দেখা করলেন ডাস্টিন হফম্যান-এর সঙ্গে। দেখা করবেন অ্যান্থনি হপকিন্স-এর সঙ্গেও। পর্দায় লড়াই হবে ম্যারাথন ম্যান আর গডফাদারের। কিন্তু বিভিন্ন কারণে হলিউডে হলনা ছবিটা।
সিনেমা হোক বা সাবান, যে কোনও কিছু বিক্রি করতে গেলে আগে তার বাজার তৈরি করতে হয়। পৃথিবীর সবথেকে বেশি বলা ভাষার মধ্যে ছ’নম্বর স্থানে থাকা ভাষায় ছবি বানিয়েও আমরা সেই বাজারটা তৈরি করতে পারিনি। এটা কিন্তু আমাদের একটা বিরাট ব্যর্থতা। আজকে যদি ১২ কোটি তামিল বা ৫-৬ কোটি পঞ্জাবি মানুষ থাকেন, তাঁরা যদি ২৫ কোটি, ৫০ কোটি, ১০০ কোটি টাকার ব্যবসা করতে পারেন, আমরা পারব না কেন? তাই চ্যালেঞ্জের দিকে না দেখে আমাদের উচিত আত্মবিশ্লেষণ করা। আমাদের একসঙ্গে বসে সদুপায় বার করতে হবে। বুঝতে হবে, কোথায় ভুলটা হচ্ছে। আমি আমার দিক থেকে করছি। আমার মনে হয় সকলেরই এটা করা উচিত, মত ফিরদৌসুল হাসানের।