প্রকাশ্যে ‘হেমন্তের অপরাহ্ন’ ট্রেলার, ছবি মুক্তি ১২ জুলাই
মুক্তি পেল অশোক বিশ্বনাথনের ‘হেমন্তের অপরাহ্ন’ ছবির ট্রেলার। পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন ছবির অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন,প্রযোজক অমিত আগরওয়াল প্রমুখ। একদিকে যেমন অতিমারির সময় মানুষের মনের টানাপোড়েন ধরা পড়বে, অন্যদিকে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের বাতাবরণ বাতাবরণ ধরা পড়বে প্রেক্ষাপট হিসেবে।

পরিচালক অশোক বিশ্বনাথন বলেন, “আমার নতুন ছবি ‘হেমন্তের অপরাহ্ন’ অবসরের পরের জীবন এবং মৃত্যুর পরের জীবন নিয়ে মানুষের মনের প্রশ্নগুলোকেই আরও উসকে দেবে। আজকের প্রজন্ম কীভাবে এই প্রচন্ড গতিময়তা এবং পাল্টে যাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে সেই জায়গাতেও আলো ফেলবে এই ছবি। ভার্চুয়াল রিয়্যালিটি, অগমেন্টেড রিয়্যালিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে প্রভাবিত করছে এই প্রজন্মকে বা তারা কীভাবে নিজেদের জড়াচ্ছে সেই কথাও বলবে এই ছবি।”
ঋতব্রত মুখোপাধ্যায় বলেন, “আমার এই ছবির অংশ হতে পেরে খুব ভাল লেগেছে। কারণ এই ছবি আমাদের জীবনের বিভিন্ন জটিলতাকে খুব সহজ ভাবে তুলে ধরেছে। একইসঙ্গে চরিত্র গুলোর সঙ্গে মানুষের কানেক্ট করতে সুবিধা হবে বলেই আমার বিশ্বাস”।
অনুষা বিশ্বনাথন বলেন, “এই ছবি আসলে আমাদের অনুভূতি এবং সম্পর্ক গুলোর আত্মিক বহিঃপ্রকাশ। আমি এই ছবির অংশ হতে পেরে খুব গর্বিত।

প্রযোজক অমিত আগরওয়াল বলেন, “আমি এই ছবিটা প্রযোজনা করতে পেরে খুব খুশি। অশোকদার গল্প, গল্পের থেকে পাওয়া বার্তা এবং সর্বোপরি যেভাবে গল্পটা তিনি এক্সিকিউট করছেন ও পর্দায় তুলে ধরতে টাইছেন সেটা আমার খুব ভাল লেগেছে। অশোকদার ছবি সবসময়ই ‘ক্লাস’-এর জন্য হলেও এই ছবিটা আমার মনে হয় ‘মাস’-এর কাছেও একটা আলাদা ভাললাগা তৈরি করবে। আদ্যন্ত পারিবারিক একটা ছবি, প্রত্যেককেই কিছু না কিছু বার্তা দেবে”।
সহ-প্রযোজক অমিত আগরওয়াল সম্পর্কে অশোক বলেন, “এই পুরো ব্যাপারটার বাস্তবায়ন আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছেন অমিত। অমিত নিজেও গুণী পরিচালক। আমি খুশি ও এই ছবির ট্রেলার এডিটর হিসেবে কাজ করেছে বলে। অনেকদিন পরে অমিত আমার জন্য ট্রেলারের কাজ করল। এর আগেও আমার অনেক পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্র এবং ছবির ট্রেলারের কাজ অমিত করেছেন।”
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন গৌরব চট্টোপাধ্যায়। গানে লক্ষ্মীছাড়া। চিত্রগ্রহণে জয়দীপ ভৌমিক এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন অর্ঘ্যকমল মিত্র। ‘হেমন্তের অপরাহ্ন’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ১২ জুলাই।