ঋত্বিক বলবেন ‘আই অ্যাম লেজেন্ড’! পরিচালক কে?

Share It

সুপারহিট হলিউড ছবি ‘আই অ্যাম লেজেন্ড’ হিন্দিতে বানাতে চলেছেন ঋত্বিক রোশন। ইতিমধ্যেই ২০০৭ এর উইল স্মিথ অভিনীত ছবিটির স্বত্ব কিনেছেন তিনি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আপাতত চলছে পরিচালক বাছাইয়ের কাজ। এও শোনা যাচ্ছে, ছবি নিজেই প্রযোজনা করবেন ঋত্বিক।

জানা যাচ্ছে, আপাতত ছবির পরিচালনার জন্য ‘মহারাজা’ খ্যাত নিথিলন স্বামীনাথনের সঙ্গে কয়েকপ্রস্থ আলোচনা করেছেন ঋত্বিক। খবরে আছে ‘কিল’ পরিচালক নিখিল নাগেশ ভাটের নামও। এই ছবির পরিচালনার জন্য শুরুতে কবীর খানের সঙ্গে কথা বলেছিলেন ঋত্বিক। কিন্তু ছবির মাউন্টিং এবং এক্সিকিউশনের বেশ কিছু বিষয় নিয়ে ঋত্বিক ও কবীর একমত হতে না পারায় আলোচনা ফলপ্রসূ হয়নি বলেই খবর।

শেষমেষ কে পরিচালনা করবেন সেটা আর কিছুদিন পরেই বোঝা যাবে তবে এটুকু নিশ্চিত যে খুব তাড়াতাড়ি এই ছবি বানাতে চাইছেন ঋত্বিক আর তারই তোড়জোড় শুরু। আর উইল স্মিথ অভিনীত চরিত্রে কে সেটা বলার জন্য কোনও পুরস্কার নেই। হ্যাঁ, সেই চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক নিজেই।

Loading


Share It