করণের হাত ধরে আবার জাহ্নবী-ইশান জুটি, পরিচালক নীরজ
সোমনাথ লাহা
বলিউডে তথাকথিত ‘স্টারকিড’দের লঞ্চিং প্যাড হলেন করণ জোহর। ২০১৮ তে তাঁর প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেয়েছিল ‘ধড়ক’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জাহ্নবী কাপুর ও ইশান খট্টর। সেই ছবিতেই প্রথমবারের জন্য একসঙ্গে জুটি বেঁধেছিলেন দু’জনে। মারাঠি ব্লকবাস্টার ছবি ‘সাইরাট’-এর সেই হিন্দি রিমেকের পরিচালকের আসনে ছিলেন শশাঙ্ক খৈতান। তারপর কেটে গিয়েছে ছ’বছর। এবার আবার সেই জুটিকেই পর্দায় ফেরাচ্ছেন করণ।
ধর্মা প্রোডাকশনের ব্যানারের নতুন এই ছবিটির এখনও নাম ঠিক হয়নি। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালকের প্রথম ছবি হিসেবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘মসান’ এর পরিচালক নীরজ ঘেয়ওয়ান। প্রসঙ্গত ২০১৫ তে মুক্তি পাওয়া ‘মসান’ এর পর এটিই বড় পর্দায় দ্বিতীয় ছবি হতে চলেছে নীরজের। ইতিমধ্যে ওটিটি অঙ্গনে ‘স্যাক্রেড গেমস’-এর দ্বিতীয় সিজন সহ ‘অজীব দাস্তানস’-এর একটি গল্পের পরিচালনা করেছেন তিনি।

সূত্রের খবর, ইমোশনাল হিউম্যান ড্রামা হতে চলেছে এই ছবিটি। এখন জোর কদমে চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর অক্টোবর মাস থেকে ভোপালে শুরু হবে ছবির শুটিং। ছবিতে জাহ্নবী, ইশান ছাড়াও একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বিশাল জেঠওয়া। ‘মর্দানি ২’ ছবিতে অ্যান্টিহিরো হিসেবে তাঁর অভিনয় রীতিমতো দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে।
আরও পড়ুন: বড়পর্দা আর ওটিটি জুড়ে এবার শ্রীকৃষ্ণ
উল্লেখ্য, ‘ধড়ক’ ছবির শুটিং চলাকালীন ইশান ও জাহ্নবী একে অপরের প্রেমে পড়েছিলেন এমন কথাও শোনা গিয়েছিল। যদিও সেই প্রেম-পরবর্তী সময়ে অন্য সম্পর্কে জড়ান দু’জনেই। কাজের নিরিখে বেশ ব্যস্তই রয়েছেন জাহ্নবী। তাঁর হাতে এখন অনেকগুলো ছবিই রয়েছে। তার মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে সুধাংশু সারিয়া পরিচালিত থ্রিলার ছবি ‘উলঝ’। সেই ছবিতে একজন তরুণ কূটনীতিবিদের চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে। আপাতত সেই ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী। তবে তার মধ্যে অবশ্য ফুড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। এক-দু’দিনের মধ্যে ছুটি পেয়ে যাবেন তিনি। তারপর আবার ব্যস্ত হয়ে যাবেন প্রচার পর্বে। এছাড়াও সেপ্টেম্বর মাসে অভিনেত্রীর প্যান ইন্ডিয়ান অ্যাকশন ছবি ‘দেবারা পার্ট ওয়ান’ মুক্তি পাবে। ছবিতে জুনিয়র এনটিআর-এর বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে।
আরও পড়ুন: ‘বিবেকের দংশন’: বাংলার কথাও বলবে ‘দ্য দিল্লি ফাইলস’
অপরদিকে নেটফ্লিক্সের ইন্টারন্যাশনাল সিরিজ ‘দ্য পারফেক্ট কাপল’-এ নিকোল কিডম্যান ও ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গে অভিনয় করেছেন ইশান। এছাড়াও ভূমি পেডনেকরের বিপরীতে ‘রয়্যালস’ নামের একটি রোমান্টিক ড্রামাতেও দেখা যাবে অভিনেতাকে।
এখন দেখার বিষয় এটাই যে ছ’বছর পর বড় পর্দায় একসঙ্গে জুটি বেঁধে কী কামাল দেখায় জাহ্নবী-ইশান জুটি।
One thought on “করণের হাত ধরে আবার জাহ্নবী-ইশান জুটি, পরিচালক নীরজ”
Comments are closed.