সইফ পুত্র ইব্রাহিমকে বড়পর্দায় দেখার জন্য উন্মুখ কাজল
সোমনাথ লাহা
সম্প্রতি ‘সরজমিন’ ছবিতে পৃথ্বীরাজ সুকুমারান এবং সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে কাজ করেছেন কাজল। সেই ছবিতে নিজের কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, পৃথ্বীরাজের সঙ্গে কাজ করে তাঁর বেশ ভাল লেগেছে। একইভাবে ইব্রাহিমের সঙ্গে কাজের প্রসঙ্গে বলেছেন কাজল। তাঁর কথায়, “ইব্রাহিমের সঙ্গে কাজ করে আমার বেশ ভাল লেগেছে। তাই ওকে বড়পর্দায় দেখার জন্য অপেক্ষা করে রয়েছি।” প্রসঙ্গত ইব্রাহিমের পিতা সইফের সঙ্গে কেরিয়ারের শুরুর দিকে ‘ইয়ে দিল্লগি’, ‘হামেশা’, ‘বোম্বাই কা বাবু’-র মতো ছবিতে অভিনয় করেছেন কাজল।
আরও পড়ুন: আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক মে’তে ধনুষের বিপরীতে কৃতি
আরও পড়ুন: বাংলাদেশে আটকে পড়া বিপন্ন ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগী সোনু
অপরদিকে বলিউডের সকলেই মুখিয়ে রয়েছেন সইফ আলি খান ও অমৃতা সিংয়ের পুত্রের ডেবিউ কেমন হয় সেটা দেখার জন্য। প্রসঙ্গত, স্টার কিডদের পাশে বলিউডের নামকরা তাবড় অভিনেতারা রয়েছেন কিনা সেদিকেই এখন নজর থাকে সকলের। কাজলের মনের ভাব দেখে এটা পরিষ্কার যে ইব্রাহিমের উপর তিনি ভরসা রাখছেন। লক্ষণীয় বিষয় হল ইব্রাহিমের আগে বলিউডে ডেবিউ করেছেন সইফ ও অমৃতার কন্যা সারা আলি খান।
প্রথম দুটি ছবিতেই নজর কেড়েছিলেন তিনি।