সেপ্টেম্বরে কঙ্গনার ইমার্জেন্সি, জরুরী অবস্থার ৫০ বছরে পা দিয়ে ঘোষণা

Share It

অভিনেতা-সাংসদ কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) পরিচালনায় ‘ইমার্জেন্সি’ (Emergency) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৬ সেপ্টেম্বর। আজ নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি নতুন পোস্টার শেয়ার করে এই খবর জানিয়েছেন নবনির্বাচিত বিজেপি সাংসদ। ১৯৭৫ সালের জরুরি অবস্থা জারির ৫০ তম বছরে পা দেওয়ার দিনকেই এই ঘোষণা করতে বেছে নিলেন কঙ্গনা। এর আগে বেশ কয়েকবার এই ছবির মুক্তির তারিখ পিছিয়েছে। ছবিতে ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।

পোস্টারের সাথে ক্যাপশনে কঙ্গনা লেখেন, “স্বাধীন ভারতের অন্ধকারতম অধ্যায়ের ৫০ তম বর্ষের সূচনায়…”

ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জরুরী অবস্থা জারির জন্য অপরাধী হিসেবে চিহ্নিত করে যখন কংগ্রেসকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তখনই মান্ডি সাংসদের এই দিন ঘোষণাকে খুব সাদাচোখে দেখছে না রাজনৈতিক মহল।

এই ছবি জরুরী অবস্থাকালীন ভারতের উত্তাল সময়কে তুলে ধরবে। জাতীয় রাজনীতির অন্যতম টালমাটাল সময়ের দলিল হিসেবে কতটা ‘জরুরী’ হয়ে ওঠে ‘ইমার্জেন্সি’ সেটা সময় বলবে।

এর আগে ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ (Manikarnika: The Queen of Jhansi) ছবিতে সহ-পরিচালক হিসেবে থাকলেও একক পরিচালনায় প্রথমবার পা রাখছেন কুইন (Queen) অভিনেতা। ‘ইমার্জেন্সি’ প্রযোজনাও করেছেন অভিনেতা।

এই ছবির গল্প কঙ্গনার নিজের আর চিত্রনাট্য লিখেছেন রীতেশ শাহ। কঙ্গনা ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তলপড়ে, জয় প্রকাশ নারায়ণের চরিত্রে অনুপম খের, ইন্দিরা গান্ধীর জীবনীকার পুপুল জয়কারের চরিত্রে মহিমা চৌধুরী, সাম মানেকশ’ চরিত্রে মিলিন্দ সোমান, জগজীবন রামের চরিত্রে সতীশ কৌশিক এবং সঞ্জয় গান্ধীর চরিত্রে বিশাক নায়ার।

Loading


Share It