প্রথমবার কলকাতায় ‘ইমাজিন’, ঘোষণায় নুসরত জাহান
আজকের পৃথিবীতে সমস্ত কিছুই ইভেন্ট। প্রতিনিয়ত হাজার হাজার ইভেন্ট চারিদিকে হয় এবং হাতে গোনা কিছু ইভেন্ট হয়ে ওঠে আলোচনার বিষয়বস্তু। এখন যেমন আম্বানিদের বিয়ে! কিন্তু এই সমস্ত ঝাঁ চকচকে ইভেন্টের নেপথ্যের মানুষ গুলোর কথা কেউ জানতে পারেন না। তাঁদের সাফল্য কেউ উদযাপন করে না। বছরে একদিন নিজেদের কাজকে উদযাপন করেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা গুলো। তাঁদের সেই উদযাপনই হল ইমাজিন (EEMAGINE)। আয়োজনে ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (Events and Entertainment Management Association-EEMA)।
২০০৮ সালে এই সংগঠন কাজ শুরু করলেও কলকাতা কখনও এই উদযাপনে সামিল হতে পারেনি। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে ‘ইমাজিন ২০২৪’-এর আসর বসতে চলেছে কলকাতার এক পাঁচতারা হোটেলে। শহরে এক সাংবাদিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা করলেন অভিনেত্রী নুসরত জাহান। অগাস্ট মাসের ৯ থেকে ১১, তিনদিন ধরে চলবে এই অনুষ্ঠান।

উদযাপনের এই অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ এক অধ্যায় ইম্যাক্স গ্লোবাল অ্যাওয়ার্ডস্ (EEMAX Global Awards)। ইভেন্ট ম্যানেজমেন্ট ক্ষেত্রের অন্যতম সেরা এই পুরষ্কার। তিনদিনের এই অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা উপস্থিত থেকে নিজেদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেবেন।
নুসরত বলেন, “ইমাজিন ২০২৪ বাংলার জন্য একটা বিরাট সুযোগই বলব। ব্যবসার দিক থেকেও এটা একটা গুরুত্বপূর্ণ দরজার মত। আমি যুক্ত হতে পেরে খুব খুশি। আমি নিজে খুব ভাল জানি যে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম ছাড়া আমরা কোনও অনুষ্ঠানই ঠিক ভাবে উতরে দিতে পারব না।”
ইমা সভাপতি সমিত গর্গ বলেন, “আমরা ইমা ২০২৪ কে একটা অনবদ্য ইভেন্টে পরিণত করতে চাই। তবে শুধু উদযাপন নয়, এই বারের ইমাজিন যাতে প্রত্যেকের জন্য আরও ব্যবসাসাফল্য বয়ে আনে সেটাও নজরে রাখছি।”

ইমাজিন চেয়ার বিনোদ ভান্ডারী বলেন, “প্রথমবার কলকাতায় ইমাজিন আনতে পারা খুব গর্বের। দুর্দান্ত বক্তারা থাকবেন। সব মিলিয়ে মনে রাখার মত অভিজ্ঞতা দিতে চাই।”
তবে, যারা আজও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যাপারটা সম্বন্ধে তেমন ওয়াকিবহাল নন, তারা একবার ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিটা দেখে ফেলতে পারেন।
One thought on “প্রথমবার কলকাতায় ‘ইমাজিন’, ঘোষণায় নুসরত জাহান”
Comments are closed.