দুই নারীর সম্পর্কের কাহিনি নিয়ে নেটফ্লিক্সে করণ, মুখ্য চরিত্রে কঙ্কনা-প্রতিভা
সোমনাথ লাহা
নিজের কাজের পরিসর এবার আরও বিস্তৃত করতে চলেছেন করণ জোহর। সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি। নেটফ্লিক্সের জন্য এবার নারীকেন্দ্রিক ছবির নির্মাণ করতে চলেছে ধর্মা প্রোডাকশনস। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করা হয়েছে কঙ্কনা সেনশর্মা ও প্রতিভা রন্তাকে। প্রসঙ্গত কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ ছবির সুবাদে বলিউডে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন প্রতিভা। তাঁর ঝুলিতে এখন বেশ কয়েকটি ছবিতে কাজের অফার রয়েছে।
অপরদিকে কঙ্কনার অভিনয় ক্ষমতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ক্যামেরার সামনে হোক কিংবা ক্যামেরার পিছনে দু’ জায়গাতেই নিজের দক্ষতার পরিচয় রেখেছেন কঙ্কনা। নেটফ্লিক্সে কঙ্কনা ও প্রতিভা অভিনীত এই ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন অনুভূতি কাশ্যপ। যিনি ২০২২-এ আয়ুষ্মান খুরানা ও রকুল প্রীত সিংকে নিয়ে ‘ডক্টর জি’-র মতো ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
তবে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা বা নেটফ্লিক্সের তরফে আনুষ্ঠানিকভাবে এই ছবি সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, দু’জন নারীকে কেন্দ্র করে একটি প্রগতিশীল সম্পর্কের কাহিনি হতে চলেছে এই ছবিটি। তবে কঙ্কনা এই মুহূর্তে খুব বেছে কাজ করছেন। তাঁকে আগামী দিনে অনুরাগ বসুর ‘মেট্রো…ইন দিনো’ ছবিতে দেখা যাবে। নভেম্বর মাসে মুক্তির কথা রয়েছে সেই ছবির। দর্শকদের একাংশ অবশ্য কঙ্কনাকে ক্যামেরার পিছনে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
এই ছবির পাশাপাশি বিক্রান্ত ম্যাসির সঙ্গে একটি রোম্যান্টিক ড্রামাতে কাজের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন প্রতিভা। বি-টাউনে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে।
আপাতত একফ্রেমে কঙ্কনা ও প্রতিভাকে দেখার জন্য দর্শকদের মধ্যেও যে আগ্রহ থাকবে তা বলাই যায়।
One thought on “দুই নারীর সম্পর্কের কাহিনি নিয়ে নেটফ্লিক্সে করণ, মুখ্য চরিত্রে কঙ্কনা-প্রতিভা”
Comments are closed.