বেঙ্গল উইমেনস প্রো টি-টোয়েন্টি লীগ জিতল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স

Share It

বেঙ্গল উইমেনস প্রো টি-টোয়েন্টি লীগ ২০২৪ (Bengal Women’s Pro T20 League 2024) চ্যাম্পিয়ন হল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স (Lux Shyam Kolkata Tigers)। ফাইনালে মুর্শিদাবাদ কুইন্স-কে ৫ রানে হারিয়ে জয় আসে কলকাতার। মিতা পালের নেতৃত্বে পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছেন কলকাতার ক্রিকেটাররা।

শুক্রবার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ফাইনালে অধিনায়ক মিতা ২৪ রান, ইপ্সিতা মন্ডল ৩২ বলে ৩৭ রান করেন। বোলিংয়ে মমতা কিস্কু শেষ ওভারেও মাথা ঠাণ্ডা রেখে জয় ছিনিয়ে আনেন।

আরও পড়ুন: উঠল বেস প্রাইসের ১২ শতাংশ, ডাহা ফেল ৫জি স্পেকট্রাম নিলাম

শিল্পপতি এবং দলের অন্যতম কর্ণধার সাকেত টোডি বলেন, “বেঙ্গল উইমেনস প্রো টি-টোয়েন্টি লীগের উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হতে পেরে আমরা আনন্দিত। এই জয় পুরো দলের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফল।

শিল্পপতি এবং দলের অন্যতম কর্ণধার ললিত বেরিওয়ালা বলেন, “বেঙ্গল উইমেনস প্রো টি-টোয়েন্টি লীগে ‘লাক্স শ্যাম কলকাতা টাইগার্স’-এর জয় দলবদ্ধতার জীবন্ত উদাহরণ। টুর্নামেন্টে দলের প্রত্যেক খেলোয়াড় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা এই সাফল্য উদযাপন করার জন্য উন্মুখ।”

Loading


Share It