ওয়েব সিরিজে এবার মাধুরী ‘মিসেস দেশপান্ডে’, নেপথ্যে নাগেশ কুকুনুর
সোমনাথ লাহা
দু’বছর আগে পরিচালক বিজয় নাম্বিয়ারের ‘দ্য ফেম গেম’-র হাত ধরে প্রথমবারের জন্য ওয়েব আঙিনায় পা রেখেছিলেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। সিনেমার মতোই ওটিটিতে পা রেখেই রীতিমতো দর্শকমনে ছাপ রেখেছিলেন তিনি। তারপর আবার কবে মাধুরী ওয়েব সিরিজে কাজ করেন সেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। এবার সেই অপেক্ষার অবসান। ওয়েব অঙ্গনে ফিরছেন মাধুরী।
তবে সেখানেও রয়েছে চমক। রীতিমত ধূসর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। এবার সিরিয়াল কিলারের চরিত্রে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। সূত্রের খবর, ধূসর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে যথেষ্টই খুশি অভিনেত্রী। সাইকোলজিক্যাল থ্রিলার এই সিরিজের পরিচালনায় রয়েছেন নাগেশ কুকুনুর। বড়পর্দায় যিনি ইতিপূর্বে দর্শকদের ‘হায়দ্রাবাদ ব্লুজ’, ‘রকফোর্ড’, ‘ডোর’, ‘ইকবাল’-র মতো ছবি উপহার দিয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে তাঁর পরিচালিত পলিটিক্যাল ক্রাইম ড্রামা ‘সিটি অফ ড্রিমস’ বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
মাধুরী অভিনীত এই সিরিজের নাম ‘মিসেস দেশপান্ডে’। সূত্রের খবর, ফরাসি একটি সিরিজের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এই সিরিজটি। সিরিজের কাহিনি আবর্তিত হয়েছে একজন পুলিশ অফিসার যখন একজন সিরিয়াল কিলারকে নিয়োগ করে অপর একজন সিরিয়াল কিলারের মনস্তত্ত্ব বোঝার জন্য। সর্বোপরি অপরাধীকে গ্রেফতার করার জন্য। তবে সেই উদ্দেশ্য আদৌ সফল হয় কিনা এবং তারপর কি হয়, সেটা জানতে হলে দেখতে হবে এই সিরিজটি।
সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষ থেকে শুরু হবে এই সিরিজের শুটিং। তবে মাধুরী ছাড়া সিরিজের অন্যান্য চরিত্রে আর কারা অভিনয় করবেন তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। এই মুহূর্তে চলছে অভিনেতা বাছাই পর্বের কাজ। অন্যদিকে আনিস বাজমির পরিচালনায় কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া থ্রি’তে বিদ্যা বালানের সঙ্গে দেখা যাবে মাধুরীকে।