শাহরুখ-করণ অতীত, অমিত শর্মার হাতে ‘অপারেশন খুকরি’
সোমনাথ লাহা
বলিউডের আঙিনায় অতি পরিচিত এবং জনপ্রিয় একজন পরিচালক অমিত শর্মা। ‘বধাই হো’র মত ছবি দর্শকদের উপহার দিয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন পরিচালক। চলতি বছরের এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ছবি ‘ময়দান’। অজয় দেবগণ অভিনীত ভারতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবন অবলম্বনে তৈরি সেই ছবির রীতিমত প্রশংসিত ও সমাদৃত হয়েছে দর্শকমহলে।
এবার ভারতীয় সেনাবাহিনীর বীরগাথাকে পর্দায় মেলে ধরতে চলেছেন পরিচালক। সিয়েরা লিওনে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের গল্পকেই এবার সেলুলয়েডে নিয়ে আসছেন অমিত শর্মা। ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীর ব্যাতিক্রমী সাহস ও পেশাদারিত্বের প্রদর্শনের পাশাপাশি এক জটিল এবং সাহসী উদ্ধার অভিযান নিয়েই পরিচালকের এই ছবি। ছবির নাম ‘অপারেশন খুকরি’।
প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে প্রকাশ্যে এসেছিল যে বলিউড বাদশা শাহরুখ খান এবং করণ জোহর যৌথ প্রযোজনায় বানাতে চলেছেন ‘অপারেশন খুকরি’। পরিচালক হিসেবে উঠে এসেছিল আশুতোষ গোয়ারিকরের নাম। শাহরুখ ছাড়াও ছবিতে থাকার কথা ছিল আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাও-এর।
২০০০ সালে রাষ্ট্রসঙ্ঘের শান্তিপ্রস্তাব মেনে নিয়ে ভারত সহ একাধিক দেশ সেনা পাঠিয়েছিল দক্ষিণ-পশ্চিম আফ্রিকায়। ঘটনাচক্রে সেখানে আটকে পড়েছিল ভারতীয় সেনারা। পরবর্তী সময়ে তাঁদের উদ্ধারের জন্য যে অপারেশন চালানো হয়েছিল সেটিই পরিচিত ‘অপারেশন খুকরি’ নামে। ছবির পর্দায় সেই ঘটনাই উঠে আসতে চলেছে। এই ছবিটি নির্মাণের জন্য এথেনা ই অ্যান্ড এম সহ ক্রোম পিকচার্সের সঙ্গে হাত মিলিয়েছেন পরিচালক।
সংবাদমাধ্যম ছবির বিষয় নিয়ে পরিচালক বলেছেন, “অপারেশন খুকরি এমন একটি গল্প যেটি বলার যোগ্য। এই ছবিটি তৈরির মাধ্যমে আমি আমাদের সৈন্যদের সাহসিকতা এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সুবিচার করার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”
ছবিটি তৈরির ক্ষেত্রে যে কোনওরকমের কার্পণ্য করবেন না পরিচালক সেটি তাঁর বক্তব্য থেকেই পরিস্কার। আপতত ছবির চিত্রনাট্য লেখার পাশাপাশি অভিনেতা বাছাই পর্বও চলছে সমানতালে। অমিত শর্মার এই ছবিটিকে ঘিরেও ধীরে ধীরে যে উৎসাহ বাড়বে সিনেপ্রেমীদের মধ্যে তা বলাই যায়।