কয়লা মন্ত্রকের উদ্যোগে দেশের প্রথম ভূগর্ভস্থ কয়লার গ্যাসীকরণ শুরু
কয়লা মন্ত্রকের (Ministry of Coal) কৌশলী তত্ত্বাবধানে ঝাড়খণ্ডের জামতারা জেলার কাস্তা কয়লা ব্লকে ভূগর্ভস্থ কয়লার গ্যাসীকরণের (Underground Coal Gasification – UCG) উদ্দেশে একটি পাইলট প্রকল্প শুরু করেছে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (Eastern Coalfields Limited – ECL) । এই যুগান্তকারী উদ্যোগের লক্ষ্য কয়লা শিল্পে বৈপ্লবিক পরিবর্তন এনে কয়লাকে গ্যাসীকরণ করে মূল্যবান মিথেন, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করা। এই গ্যাসগুলি সিন্থেটিক প্রাকৃতিক গ্যাস, জ্বালানী, সার, বিস্ফোরক এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। বিষয়টি মন্ত্রকের সক্রিয় বহুমুখী প্রচেষ্টাকেই তুলে ধরে।
ঐতিহ্যবাহী পদ্ধতিতে অনেক সময়ই অর্থনৈতিক ভাবে যে কয়লা পাওয়া অসম্ভব হয়ে ওঠে সেই কয়লার স্তরেও সহজে পৌঁছনো যাবে এইবার। কয়লা গ্যাসীকরণ ক্ষেত্রে এই পাইলট প্রকল্পটি কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited – CIL) এবং সহযোগী সংস্থাগুলিকে আলাদা মান্যতা দেবে বলাই বাহুল্য।
২০১৫ সালের শেষের দিকে কয়লা মন্ত্রক লিগনাইট এবং কয়লা বহনকারী এলাকায় UCG-এর লক্ষ্য নিয়ে একটি নীতি কাঠামো অনুমোদন করে৷ এর পরেই কোল ইন্ডিয়া কাস্তা কয়লা ব্লককে বেছে নিয়েছে। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তত্ত্বাবধানে রাঁচির CMPDI এবং কানাডার Ergo Exergy Technologies Inc. (EETI) এই প্রকল্পটিতে কাজ করবে।

দু বছরের এই প্রকল্পে দুটি পর্যায় থাকছে। বোরহোল ড্রিলিং এবং পরীক্ষার মাধ্যমে প্রযুক্তিগত সম্ভাব্যতা বিচারের মধ্যে দিয়ে চলতি মাসের ২২ তারিখ থেকে ইতিমধ্যেই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে।প্রতিবেদন তৈরি করা জড়িত। দ্বিতীয় পর্যায়ে থাকবে কয়লার গ্যাসীকরণের প্রকল্পের বাস্তবায়নে জোর দেওয়া হবে। এই পাইলট প্রকল্পের সার্থক রূপান্তর দেশের কয়লা সম্পদের সদ্ব্যবহার করে ‘এনার্জি সেক্টর’কে আমূল বদলে দেবে মনে করছে মন্ত্রক।