নৃতাল ছন্দের ২৮-এ সোনালীর ‘দেবী চৌধুরানী’

Share It

নাচের ছন্দে ২৮ বছর অতিক্রম করল ‘নৃতাল ছন্দ ডান্স সেন্টার’। মোহিত মৈত্র মঞ্চে এক অনুষ্ঠান আয়োজন করা হয় এই উপলক্ষ্যে। নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সৌরভ চন্দের পরিচালনায় এই সংস্থা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। ‘আঠাশে-এ-আঠাশ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী-নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্ত, মালবিকা সেন, সোনালী চৌধুরী, ব্রততী চৌধুরী, আরও অনেক গুনীজন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক মদন মিত্র। নৃতাল ছন্দের এই আঠাশে-এ-আঠাশ’ নামকরণের এক অর্থ রয়েছে। ২৮ জুলাই তারা ২৮ বছর অতিক্রম করল। নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী সোনালী চৌধুরী।

নৃতাল ছন্দের পরিচালক সৌরভ চন্দ বলেন, “আজ আমাদের বিশেষ দিন। এই দীর্ঘ ২৮ বছরে হাজার হাজার ছাত্রছাত্রীর সঙ্গে যুক্ত থেকে অনেক শেখার অভিজ্ঞতা হয়েছে। আমরা নতুন লোগোও তৈরি করেছি। নাচের মাধ্যমে এখানকার অনেকের জীবন বদলে গেছে। নাচ শেখার ক্ষেত্রে বয়সের বাধা নেই। ছাত্র-ছাত্রীদের নাচ শিখিয়ে তাদের জীবন পরিবর্তন করাই আমার লক্ষ্য”।

রবীন্দ্রনৃত্যের পাশাপাশি পরিবেশন করা হয় নৃত্যনাট্য ‘মীরা বাঈ’। ‘দেবী চৌধুরানী’ নৃত্যনাট্য পরিবেশন করেন অভিনেত্রী সোনালী চৌধুরী। আরেক আকর্ষণ ছিল সৌরভ চন্দের নির্দেশনায় বারোজন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকের নৃত্য পরিবেশনা।

Loading


Share It