শহরে ওশিয়া হার্বালসের বিপণী, যাত্রা শুরু নুসরত জাহানের হাত ধরে
সোমনাথ লাহা
প্রসাধন সামগ্রীর দুনিয়ায় পরিচিত নাম ওশিয়া হার্বালস। সম্প্রতি শহর তিলোত্তমার একটি শপিং মলে ওশিয়া হার্বালসের একটি কিয়স্ক স্টোরের উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওশিয়া হার্বালসের প্রতিষ্ঠাতা তথা সিইও জীতেন্দ্র কুন্ডলিয়া এবং সংস্থার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বসুধা রায়।
নুসরত বলেন, “আমি এক বছর ধরে এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছি। এদের সামগ্রী আমি নিজে ব্যবহার করেছি। আমি তখনই কোনও স্কিনকেয়ার অ্যাপ্লিকেশন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হই যখন আমি নিজে সেটা ব্যবহার করে উপকার পাই। ওশিয়ার সমস্ত সামগ্রী খুব নির্ভরযোগ্য। সবাই নিজের ত্বকের যত্ন নিতে চায়। ওশিয়া সেক্ষেত্রে ভরসাযোগ্য প্রতিষ্ঠান। এদের নিত্যদিনের সামগ্রী যেমন কার্যকরী, তেমনই দামও নাগালের মধ্যেই থাকে”।
আরও পড়ুন: অডিশন নিতে কলকাতায় সারেগামাপা, আবার শুরু গানের লড়াই
আরও পড়ুন: প্রথমবার কলকাতায় ‘ইমাজিন’, ঘোষণায় নুসরত জাহান
জীতেন্দ্র কুন্ডলিয়ার কথায়, “বাংলায় এই প্রথমবার আমরা একটি কিয়স্ক উদ্ধোধন করলাম। আমরা আমাদের ক্যাটেগরিতে সেরা সামগ্রী বানিয়ে থাকি। এই বছর পশ্চিমবঙ্গে আরও ১০টি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে আমাদের। অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে আমরা একটা সামগ্রী বাজারে নিয়ে আসি। আমাদের সামগ্রী ব্যবহারে করলে সুফল পাবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি”।
বসুধা রায়ের কথায়, “আমরা যাতে নিজেদের মত করে আমাদের সামগ্রীর সঙ্গে ক্রেতাদের পরিচয় ঘটাতে পারি সেই লক্ষ্যেই এই আউটলেটের পরিকল্পনা। এখানে আমাদের সমস্ত প্রসাধন সামগ্রী থাকবে। আমাদের প্রোডাক্টের মূল্য ১০০ টাকা থেকে শুরু। ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে বেশ কয়েকটি সামগ্রী রয়েছে। ফলে একবার কোনও জিনিস পছন্দ হলে হাতে তুলে দামের জন্য রেখে চলে যেতে হবে না”।