ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট আনল ভারতীয় রেল

Share It

ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট। যে সব সাধারণ মানুষ বিভিন্ন হস্তশিপ্ল এবং ক্ষুদ্রশিল্পের সঙ্গে জড়িত কিন্তু সুযোগের অভাবে বাজার তৈরি করতে পারেননি, তাদের জন্য ভারত সরকার নিয়ে এসেছে ‘ভোকাল ফর লোকাল অ্যান্ড লোকাল টু গ্লোবাল’ প্রকল্প। এখন কোনও শিল্পীর তৈরি সামগ্রী বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করার কেউ না থাকলেও সেই সুযোগ রেল দেবে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলের মাধ্যমে।

ইতিমধ্যেই রেলের বিভিন্ন স্টেশনে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ ষ্টলের উপস্থিতি দেখা গেছে। চলতি মাসের ১৯ তারিখে রেলের তরফে প্রকাশ হয়েছে বিবৃতিও।

আপাতত হাওড়া ডিভিশনের প্রায় ১০০ এবং শিয়ালদহ ডিভিশনেরও প্রায় ১০০র মত আবেদন চাওয়া হয়েছে। প্রকল্পের আওতায় হাওড়া, আদিসপ্তগ্রাম, অম্বিকা কালনা, আরামবাগ, আজিমগঞ্জ জংশন, চন্দননগর, দত্তপুকুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বনগাঁ, দমদম ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন স্টেশনে স্টল তৈরি হয়েছে।

আবেদন করার সহজ উপায়ও জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। স্টেশন ম্যানেজারকে উদ্দেশ্য করে আবেদন করতে হবে সাদা কাগজে। রেজিস্ট্রেশনের ফি বাবদ পেমেন্ট করতে হবে। কারা কতদিনের জন্য ষ্টল পাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সব আবেদনকারীর আবেদনপত্র নিয়ে লটারি হবে, সিদ্ধান্ত ভারতীয় রেলের।

১৫ দিনের জন্য রেজিস্ট্রেশন করতে গেলে ১৫০০ টাকা (জিএসটি সহ) রেজিস্ট্রেশন ফি লাগবে। ২০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে ব্যবহার করা যাবে। ৩০ দিনের জন্য রেজিস্ট্রেশন ফি ২০০০ টাকা (জিএসটি সহ) এবং ৪০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে। এর বাইরে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য চার্জ লাগবে। বিস্তারিত জানতে www.er.Indianrailways.gov.in ওয়েবসাইট দেখতে পারেন।

Loading


Share It