হোর্ডিং অপসারণ তরজা, মমতার সঙ্গে বৈঠক চায় ফোরাম
বিধাননগর এলাকায় বিনা নোটিশে বিলবোর্ড এবং হোর্ডিং অপসারণ নিয়ে সাংবাদিক সম্মেলন করল দ্য আউটডোর অ্যাডভার্টাইজিং ফোরাম, বিধাননগর চ্যাপ্টার। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করার পর এই ঘটনা তাদের যথেষ্ট ক্ষতি করেছে, মত ফোরামের।
শোনা যাচ্ছে, ট্যাক্স বকেয়া থাকার ফলে পৌরসভা এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কোনও নোটিশ ছাড়াই কেন হল এই ঘটনা সেই দিকেই উঠছে আঙুল। সুনামের সঙ্গে কাজ করে চলা বহু সংস্থা এবং তাদের উপর নির্ভরশীল অসংখ্য শ্রমিকের জীবনে ঘোর অসহায়তা, বলছে ফোরাম।
ফোরামের তরফে আরও জানানো হয়েছে, বেশির ভাগ ব্যবসায়ী ‘ক্লিন’ ইমেজ এবং ট্র্যাক রেকর্ড বজায় রেখেছে। সবসময়ই তারা আইনি কাঠামোর মধ্যে সঠিক ট্যাক্স দিয়েছে। “হঠাৎই কিছু অসাধু ব্যবসায়ী মাথা চাড়া দিয়েছে যা সম্পর্কে ফোরাম চিঠির মাধ্যমে পৌরসভা কতৃপক্ষকে জানিয়েওছে। পৌরসভা উল্টে বৈধ ব্যবসার বিলবোর্ড আর হোর্ডিং সরিয়ে দিয়েছে”, জানান ফোরাম প্রতিধিধি। বৈধ ব্যবসাকে শাস্তি না দিয়ে অবৈধ ব্যবসাগুলি খুঁজে বের করে পদক্ষেপ গ্রহণ করা বেশি গুরুত্বপূর্ণ, মত ফোরামের।
হকার উচ্ছেদ নিয়ে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক আয়োজন করেছিলেন, তেমনই এক বৈঠক আশা করছে দ্য আউটডোর অ্যাডভার্টাইজিং ফোরাম। পরিষ্কার একটা সমাধান চাইছে তারা। পদ্ধতিগতভাবে বকেয়া ট্যাক্স সংগ্রহ করা ও বেআইনি ব্যবসাগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, আশা ফোরামের।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, কারুকৃৎ – এর (Karukrit Advertising) কর্ণধার কৃষ্ণকান্ত সাহা, ইমেজ অ্যাড – এর (Image Ad) কর্ণধার দীপক সামন্ত, স্যাটলিঙ্ক অ্যাডভার্টাইজমেন্ট – এর (Satlink Advertising)।সুজয় সাহা, অ্যাডওয়র্ল্ড অ্যাডভার্টাইজিং – এর (Adworld Advertising) কর্ণধার হেমন্ত দন্ডপাট এবং বেলস্ অ্যাডভার্টাইজিং সিন্ডিকেটস্ – এর (Bells Advertising Syndicates) কর্ণধার সঙ্ঘমিত্রা বসু।