এবার শেখর‌-ললিতা রূপে গৌরব-দেবচন্দ্রিমা, ‘পরিণীতা’ নিয়ে হ‌ইচ‌ই

Share It

সোমনাথ লাহা

বাংলা সাহিত্য এক অফুরন্ত স্বর্ণখনি। মণি মুক্তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে। তাই যখনই সেখান থেকে উঠে আসে চিরন্তন কোনো কাহিনি, দর্শক আবেশে মুগ্ধ চোখে ডুব দেয় সেখানে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ তেমন‌ই এক অমূল্য আখ্যান। রোম্যান্টিক এই উপন্যাস জুড়ে রয়েছে প্রেম, ত্যাগ এবং পরিণয়ের এক সুমধুর গল্প। তাই তো সেই কাহিনি আজ‌ও রয়ে গিয়েছে সকলের মনের মণিকোঠায়।

এমনকি সেই উপন্যাসের চরিত্ররাও সমানভাবে বিরাজমান দর্শকমননে। বহুপঠিত এই উপন্যাসের চলচ্চিত্রায়ন ঘটেছে অনেকবারই। ১৯৪২-এ পশুপতি চট্টোপাধ্যায় প্রথমবার এই উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপ দেন বাংলায়। পরবর্তী সময়ে ১৯৫৩তে হিন্দিতে এই উপন্যাসটি নিয়ে ছবি তৈরি করেন প্রখ্যাত পরিচালক বিমল রায়। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অশোক কুমার ও মীনা কুমারী। এরপর ১৯৬৯তে পরিচালক অজয় কর বাংলায় এই উপন্যাসটির চিত্রায়ন ঘটান। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌসুমী চট্টোপাধ্যায়। তারপর ২০০৫ সালে আবার এই উপন্যাসটিকে ভিত্তি করে ছবি তৈরি করেন পরিচালক প্রদীপ সরকার। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন স‌ইফ আলি খান ও বিদ্যা বালান।

শরৎচন্দ্রের এই কাহিনির এমন‌ই আকর্ষণ যে প্রতিবার‌ই সাফল্যের মুখ দেখেছে এই ছবি। বিশেষত হিন্দিতে বিমল রায় এবং বাংলায় অজয় কর পরিচালিত ছবি দুটি তো কাল্ট ক্ল্যাসিক হিসেবে পরিগণিত হয়েছে। এমনকি প্রদীপ সরকার পরিচালিত ছবিটিও যথেষ্ট‌ই প্রশংসিত ও সমাদৃত হয়েছে। উপন্যাসের মূল চরিত্র শেখর-ললিতার প্রেমাখ্যান তাই আজ‌ও অমলিন।

সেই কালজয়ী উপন্যাস এবার সিরিজ রূপে আসতে চলেছে ওটিটি আঙিনায়। হ‌ইচ‌ই-এর ‘বেস্ট অফ বেঙ্গল’-এর দ্বিতীয় নিবেদন হিসেবে দেখা যাবে ‘পরিণীতা’। পরিচালনার দায়িত্বে রয়েছেন অদিতি রায়। যিনি ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম হ‌ইচ‌ই’তে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে যথেষ্ট‌ সমাদৃত হয়েছেন। সম্প্রতি এই সিরিজের টিজার প্রকাশ্যে এসেছে। সিরিজে শেখরের চরিত্রে রয়েছেন গৌরব চক্রবর্তী এবং ললিতার চরিত্রে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়কে।

১৯০৫ সালের উত্তাল সময়ের প্রেক্ষাপটের এই উপন্যাস অবলম্বনে সিরিজের চিত্রনাট্য বুনেছেন পরিচালক অদিতি। টিজারে আবহতে ব্যবহৃত শেখর রূপী গৌরবের সংলাপ, “তোমার আমার পথ আলাদা হতে পারে না ললিতা..এ তুমিও বোঝো, শুধু বলতে পার না। আজ থেকে এই বন্ধনে বাঁধা পড়লাম আমরা..”। ভালবাসার সেই চিরন্তন বন্ধনের‌ই বহিঃপ্রকাশ। পিরিয়ড এই সিরিজে গৌরব ও দেবচন্দ্রিমার লুকসের মধ্যে সেই ছাপ সুস্পষ্ট ভাবে ধরা পড়েছে। পাঞ্জাবি-চশমায় সৌম্য গৌরবের পাশে ডুরে শাড়িতে নজর কেড়েছেন ‘পরিণীতা’ দেবচন্দ্রিমা। যদিও উপন্যাসের অন্যতম আরেকটি চরিত্র গিরীনকে প্রকাশ্যে নিয়ে আসেননি নির্মাতারা। বুদ্ধিমত্তার সঙ্গে সেই চরিত্রটিকে লুকিয়ে রেখেছেন তাঁরা। আশা করা যায় ট্রেলার প্রকাশিত হলে সামনে আসতে পারে সেই চরিত্রটি।

তবে শেখর-ললিতার সেই উত্তাল সময়ের প্রেমপর্বের মাঝে কলকাতায় স্বাধীনতা সংগ্রামের ঝলক, ‘বন্দেমাতরম’ ধ্বনি দিয়ে এগিয়ে চলা মিছিলের চিত্র, দাঙ্গা থেকে বাঁচতে আশ্রয় খোঁজা মানুষজনের চিত্রও ফুটে উঠেছে টিজারে।

সব মিলিয়ে আর‌ও একবার ‘পরিণীতা’কে দেখার জন্য যে উৎসুক হবেন দর্শকরা সেকথা বলাই বাহুল্য। ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে হ‌ইচ‌ইতে মুক্তি পাবে সিরিজটি।

Loading


Share It

One thought on “এবার শেখর‌-ললিতা রূপে গৌরব-দেবচন্দ্রিমা, ‘পরিণীতা’ নিয়ে হ‌ইচ‌ই

Comments are closed.