প্রকাশ্যে ‘পরিচয় গুপ্ত’ টিজার, লুকে চমক ঋত্বিক, ইন্দ্রনীল, জয়ের

Share It

মুক্তি পেল রণ রাজের ‘পরিচয় গুপ্ত’ ছবির টিজার। এই পারিবারিক রহস্য ঘরানার ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্তকে। এঁরা ছাড়াও ছবিতে আছেন দর্শনা বনিক, জয় সেনগুপ্ত ও অন্যান্যরা।

নাম শুনেই বোঝা যাচ্ছে পরিচয় এখানে গুপ্ত মানে লুকানো রয়েছে। কিন্তু কার? সেই জবাবই দেবে ছবি।

আরও পড়ুন: ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ নবীন পরিচালকের কপিবুক স্ট্রেট ড্রাইভ

আরও পড়ুন: সাগরপাড়ে শুরু, বাংলায় এবার সাতদিন ‘ফ্রাইডে’!

ঋত্বিক এই ছবিতে একজন অন্ধ জমিদারের ভূমিকায়। ইন্দ্রনীল আবার প্রত্নতাত্ত্বিক। দুজনের লুকেই রয়েছে চমক। চমক জয় সেনগুপ্তর লুকেও।

ছবির শুটিং হয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়। চলতি বছরেই মুক্তি পাবে ‘পরিচয় গুপ্ত’।

Loading


Share It