প্রথমবার ভোটে প্রিয়াঙ্কা, প্রচারে সঙ্গী মমতা
অবশেষে সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধী (
Priyanka Gandhi Vadra)। কেরলের ওয়ানাড (Wayanad) লোকসভার উপনির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে লড়াই করবেন রাজীব-কন্যা।
দীর্ঘদিন এই বিষয়ে অনেক জল্পনা থাকলেও কখনও ভোটের রাজনীতিতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। কংগ্রেসের অভ্যন্তরীণ সাংগঠনিক টানাপোড়েন সেই সম্ভাবনাকে উস্কে দিলেও বাস্তবায়ন হয়নি। অবশেষে ‘ভোটেখড়ি’ হতে চলেছে ইন্দিরা পৌত্রীর। একইসঙ্গে চমক, ওয়ানাডে প্রিয়াঙ্কার হয়ে প্রচারে অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। মমতা এবার ভোটের সময়ও প্রিয়াঙ্কাকে বারাণসী লোকসভা আসনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই করার পরামর্শ দিয়েছিলেন।
প্রিয়াঙ্কার হয়ে প্রচারের মুখ হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসতেই রাজনৈতিক মহল দ্বিধাবিভক্ত। একদলের মতে, লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের দুর্দান্ত ফলাফল বরফ গলাচ্ছে কংগ্রেস আর তৃণমূলের। আর একদল আকবর রোড আর হরিশ চ্যাটার্জী স্ট্রিটের কাছে আসাকে অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) জন্য সিঁদুরে মেঘ হিসেবেই দেখছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা জানান, এবারের ভোটে নিজের বহরমপুর আসনটাও ধরে রাখতে না পারাটা অধীরের বিপক্ষে গেছে। মমতাকে একটানা আক্রমণটাকেও কেন্দ্রীয় নেতৃত্ব ভালভাবে নেয়নি। ফলে আকবর রোডের ভরসা হারিয়ে বিরাগভাজন তিনি। ইতিমধ্যেই নাকি প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন পাঁচবারের সাংসদ। প্রসঙ্গত, অধীরের সঙ্গে আসন বণ্টন নিয়ে মতবিরোধের কারণেই এই রাজ্যে তৃণমূল-কংগ্রেস জোট সম্ভব হয়নি।
প্রসঙ্গত, এই মাসের শুরুতে ১৮ তম সাধারণ নির্বাচনের ফলাফলে রাহুল গান্ধী (Rahul Gandhi) উত্তরপ্রদেশের রায়বেরিলি (Raebareili) এবং কেরলের ওয়ানাড থেকে একইসঙ্গে জয়ী হন। রাহুল রায়বেরিলির সাংসদ থাকার সিদ্ধান্ত নেওয়ার ফলে ওয়ানাড আসনে উপনির্বাচন হতে চলেছে।