দিল খুশ রাহুলের, নতুন ছবিতে প্রসেনজিৎ-অনির্বাণ
রাহুল মুখোপাধ্যায়ের দিল ‘খুশ’। কারণ, নিজের আগামী ছবিতে রীতিমত চাঁদের হাট বসিয়ে ফেলেছেন তিনি। আজ প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে হয়ে গেল ছবির মহরত।

আরও পড়ুন: একেই বলে ‘উরা ধুরা’ হিট; ইউটিউব গ্লোবাল চার্টে ৪ নম্বরে বাঙালি তুফান!
এখনও নাম না ঠিক হওয়া ছবিতে একসঙ্গে পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে। আরও থাকছেন অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এবং পারিজাত চৌধুরী। সবার উপস্থিতিতেই হয়েছে মহরত।

আরও পড়ুন: ‘মানিকবাবুর মেঘ’-এ ভালবাসার বৃষ্টি প্রসেনজিতের
শোনা যাচ্ছে, মালয়ালম সুপারহিট ছবি ‘গাড়ুদান’-এর রিমেক হতে চলেছে এই ছবি। ছবির গল্পের মূলে একটি ধর্ষণের ঘটনা। সেই ঘটনার তদন্তের ভার নেন এক সিনিয়র পুলিশ অফিসার। এই চরিত্রেই দেখা যাবে ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’কে। ‘কিশোর কুমার জুনিয়র’ ছবির পর এই ছবিতে আবার প্রসেনজিতের বিপরীতে ফিরছেন অপরাজিতা আঢ্য। ছবিতে এক অধ্যাপকের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য। খবর, যাকে ঘিরে ছবির গল্প, সেই ধর্ষিতার ভূমিকায় দেখা যাবে পারিজাতকে।

আরও পড়ুন: সিনেমা না পেইন্টিং? ছবি হবে! হতাশ পরিচালক সুদীপ্ত
প্রসঙ্গত, এর আগে রাহুলের পরিচালনার দুটি ছবি ‘কিশমিশ’ এবং ‘দিলখুশ’ ফিল-গুড ছবি হিসেবে সব বয়সের দর্শকের ভালবাসা পেয়েছে। নতুন ছবি থ্রিলার। ‘দশম অবতার’ এর পরে আবার প্রসেনজিৎ-অনির্বাণ জুটি! প্রবীর-পোদ্দারকে ছাপিয়ে এই জুটি নতুন কী ক্যারিশমা দেখাবে সে তো সময় বলবে, তবে আপাতত টলিপাড়া সরগরম এই ছবির ঘোষণাতেই। সব ঠিক থাকলে ছবির শুটিং শুরু হবে অগাস্টেই।
One thought on “দিল খুশ রাহুলের, নতুন ছবিতে প্রসেনজিৎ-অনির্বাণ”
Comments are closed.