কানগরাজের ‘কুলি’তে মুখোমুখি রজনীকান্ত-নাগার্জুন

Share It

সোমনাথ লাহা

সোনা চোরা চালানকে কেন্দ্র করে পরিচালক লোকেশ কানগরাজের পরবর্তী ছবি ‘কুলি’ তৈরি হতে চলেছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এটি তাঁর কেরিয়ারের ১৭১তম ছবি হতে চলেছে। ছবিতে একজন সোনা পাচারকারী মাফিয়া বসের ভূমিকায় দেখা যাবে রজনীকান্তকে। প্রকাশ্যে এসেছে মনোক্রোমাটিক এই ছবির টিজার। সেখানে রজনীকান্তের চিরপরিচিত স্টাইল, সোয়্যাগে রীতিমতো মুগ্ধ হয়েছেন রজনীভক্ত থেকে সিনেপ্রেমীরা। ছবিকে ঘিরে ক্রমাগত চড়ছে উন্মাদনার পারদ।

সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ। এখন রজনীকান্ত ব্যস্ত টি জে জ্ঞানভেলের ছবি ‘ভেট্টাইয়ান’-এর শুটিংয়ে।
এই ছবিটি শেষ করেই ‘কুলি’-র শুটিং শুরু করবেন তিনি। ইতিমধ্যে ছবির নজরকাড়া কাস্টিং‌ও সামনে এসেছে।

শোনা যাচ্ছে ছবিতে রজনীকান্তের পাশাপাশি দেখা যেতে পারে রণবীর সিংকে। ছবিতে একটি অন্যতম চরিত্রে রণবীরের নাম বিবেচনা করা হচ্ছে বলে খবর এসেছে সূত্র মারফত। এছাড়াও ছবিতে শোভনা, শ্রুতি হাসান এবং সত্যরাজের মত অভিনেতারা থাকতে পারেন বলে খবর। ছবিতে রজনীকান্তের মেয়ের ভূমিকায় দেখা যাবে শ্রুতি হাসানকে।

তবে সবচেয়ে বড় খবরটি এবার প্রকাশ্যে এসেছে। সেটি রীতিমত চমকপ্রদ। তা হল ছবিতে রজনীকান্তের বিপরীতে দেখা যেতে পারে তেলুগু সুপারস্টার নাগার্জুনকে। ছবিতে নাগার্জুন অন্তর্ভুক্ত হলে এই ছবিতে রজনীকান্ত-নাগার্জুন দ্বৈরথ পর্দায় দেখার জন্য দর্শকদের উত্তেজনা যে চরম সীমায় পৌঁছে যাবে, সেকথা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়। তাহলে এই ছবির হাত ধরেই প্রথম বারের জন্য বড় পর্দায় স্ক্রিন শেয়ার করবেন এই দুই অভিনেতা।

এদিকে ছবির নিরিখে বছরটি খুব একটা ভাল যায়নি রজনীকান্তের। গত বছর ‘জেলার’ ছবিটি ব্লকবাস্টার হলেও এবছর ‘লাল সালাম’ ছবিটি সেভাবে বক্স অফিসে দাগ কাটতে পারেনি। অপরদিকে নাগার্জুনের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য ঘোস্ট’ বক্স অফিসে সফল না হ‌ওয়ায় অভিনেতা কামব্যাক করেন ‘না স্বামী রাঙ্গা’ ছবিটির হাত ধরে। শীঘ্রই তাঁকে দেখা যাবে ধনুশ ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘কুবের’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

অন্যদিকে প্যান ইন্ডিয়ান ছবির আঙিনায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ নাম লোকেশ কানগরাজ। ‘কুলি’ ছবিটি তাঁর সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ কিনা তা নিয়েও জোরালো হচ্ছে জল্পনা। ছবির টিজারে সোনার ঘড়ির বিষয়টি লোকেশ ফ্যানদের মধ্যে ইতিমধ্যেই এই প্রশ্ন উস্কে দিয়েছে যে ‘বিক্রম’ ছবিতে সুরিয়ার রোলেক্স চরিত্রটির সঙ্গে এর যোগসূত্র রয়েছে কিনা। তবে অনুমান যাই হোক না কেন, লোকেশের ছবিতে রজনীকান্ত বনাম নাগার্জুন, এই দ্বৈরথ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকবেন দর্শকরা তা বলাই বাহুল্য।

Loading


Share It