বড়পর্দা আর ওটিটি জুড়ে এবার শ্রীকৃষ্ণ

Share It

সোমনাথ লাহা

পুরাণের কথা, পৌরাণিক কাহিনি শুনতে ভালবাসেন না এমন মানুষের সংখ্যা বিরল। ছোট থেকেই লোকগাথার মত এই কাহিনিগুলোর সঙ্গে‌ও বড় হয়ে উঠেছেন অনেকেই। তাই সেলুলয়েডে যখন‌ই পৌরাণিক কাহিনি কে আধার করে কোন‌ও ছবি তৈরি হয়েছে, তাকে দর্শকদের আনুকূল্য পেতে বড় একটা অপেক্ষা করতে হয়নি।

সম্প্রতি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির কথা বলা যেতে পারে। মহাভারতের কাহিনির সঙ্গে সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি হ‌ওয়া এই ছবি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। গল্পে বিষ্ণুর দশম অবতার কল্কির আগমনের কথার উল্লেখ থাকায় এবং এক‌ইসঙ্গে মহাভারতের অন্যতম চিরঞ্জীবী যোদ্ধা অশ্বত্থামার কাহিনি দর্শকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে থেকেছে। অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান অভিনীত এই ছবি বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যেই।

আরও পড়ুন: একেই বলে ‘উরা ধুরা’ হিট; ইউটিউব গ্লোবাল চার্টে ৪ নম্বরে বাঙালি তুফান!

আরও পড়ুন: রান্নাঘরের অন্দরে রহস্যের ঘনঘটা, বাপ্পার ‘রবিন্স কিচেন’-এ বনি-প্রিয়াঙ্কা

সেই বিষয়টিকে মাথায় রেখেই এবার শ্রীমদ্ভাগবতম অবলম্বনে ভগবান শ্রীকৃষ্ণের উপর মেগা বাজেটের ছবি ও ওয়েব সিরিজ নির্মাণের কাজে হাত দিয়েছে সাগর পিকচার্স এন্টারটেনমেন্ট। প্রসঙ্গত ১৯৮৭ তে রামানন্দ সাগর পরিচালিত টিভি ধারাবাহিক ‘রামায়ণ’ ছোটপর্দায় ইতিহাস সৃষ্টি করেছিল। সেই ধারাবাহিকে রাম, সীতা এবং লক্ষ্মণের চরিত্রে অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া এবং সুনীল লহরীর অসাধারণ অভিনয় আজ‌ও রয়ে গিয়েছে দর্শকদের মনের মণিকোঠায়।

ধারাবাহিকের পাশাপাশি বড়পর্দাতেও ভালো কাজের সঙ্গে যুক্ত থেকেছে এই প্রযোজনা সংস্থা। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানে যুদ্ধবন্দী ভারতীয় সেনাবাহিনীর বীরগাথাকে কেন্দ্র করে পরিচালক অমৃত সাগর তৈরি করেন ‘১৯৭১’ ছবিটি। ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ী। ছবিটি রীতিমতো প্রশংসিত ও সমাদৃত হয়েছিল দর্শকমহলে। ২০০৭ এ মুক্তিপ্রাপ্ত এই ছবিটি জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়।

আরও পড়ুন: সাগরপারে শুরু, বাংলায় এবার সাতদিন ‘ফ্রাইডে’!

আরও পড়ুন: ‘উইঙ্ক মিউজিক’ এখন ‘কল্কি ২৮৯৮এডি’র সেট-পাস

তাই শ্রীকৃষ্ণকে নিয়ে সাগর পিকচার্সের তৈরি ছবি এবং ওয়েব সিরিজ নিয়ে যে দর্শকমহলে আগ্রহ থাকবে তা বলাই বাহুল্য। কারণ নয়ের দশকে সাগরদের দ্বারা নির্মিত ও পরিচালিত ছোটপর্দায় ‘কৃষ্ণা’ ধারাবাহিকটি বিপুলভাবে সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। সেই ধারাবাহিকে যুবা বয়সের কৃষ্ণের চরিত্রে স্বপ্নিল যোশী এবং পরিণত বয়সের শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন সর্বদমন বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই শোনা যাচ্ছে এই বড় প্রজেক্টের জন্য প্যান ইন্ডিয়ান স্তরের অভিনেতাদের নির্বাচিত করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে প্রযোজনা সংস্থা। এখানেই শেষ নয়। এহেন প্রজেক্টে ভিএফ‌এক্সের কাজটি করার জন্য একটি আন্তর্জাতিক ভিএফ‌এক্স সংস্থার সঙ্গে কথা বলেছেন নির্মাতারা।

সবমিলিয়ে বড়পর্দা হোক কিংবা ওটিটি আঙিনা, এবার যে পৌরাণিক কাহিনির ঝড় উঠতে চলেছে তা বলাই বাহুল্য।

Loading


Share It