রাজ-ডিকের নেটফ্লিক্স ফ্যান্টাসি সিরিজে আদিত্য-সামান্থা, সঙ্গে ওয়ামিকা
সোমনাথ লাহা
ওটিটি আঙিনায় এখন এক অন্যতম জনপ্রিয় নাম রাজ এবং ডিকে। ওয়েবে ‘ দ্য ফ্যামিলি ম্যান’, ‘ফরজি’-র মতো সিরিজ উপহার দিয়েছেন দর্শকদের। পরিচালক জুটি এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন একটি পিরিয়ড ফ্যান্টাসি সিরিজ। নেটফ্লিক্সে আসতে চলা নতুন এই সিরিজের কাস্টিং রীতিমতো চমকপ্রদ। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আদিত্য রায় কাপুর, সামান্থা রুথ প্রভু এবং ওয়ামিকা গাব্বিকে।
ফ্যান্টাসি এই সিরিজের নাম রাখা হয়েছে ‘’রক্ত ব্রহ্মাণ্ড’। এখানেই শেষ নয়। সিরিজটি নির্মাণের দায়িত্বে রাজ এবং ডিকে থাকলেও এটির পরিচালনা করবেন রাহি অনিল বার্বে। যিনি ইতিপূর্বে ‘তুম্বাড়’-এর মত মাইথোলজিক্যাল হরর ছবি তৈরি করে রীতিমতো চর্চিত হয়েছেন। সূত্রের খবর, এই সিরিজে রাহি অনিল এমনই একটি রহস্যময় ফ্যান্টাসি জগতের সৃষ্টি করতে চলেছেন যা ইতিপূর্বে ভারতীয় ছবিতে দেখা যায়নি। সেই কারণেই ছবির বিষয়ভাবনা এবং দৃশ্যায়নের বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই আদিত্য, সামান্থা ও ওয়ামিকা তিনজনেই এই কাজের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: রাহুল ঢোলাকিয়ার সাইকোলজিক্যাল থ্রিলারে বিক্রান্ত ম্যাসি
প্রসঙ্গত গতবছর ডিজনি প্লাস হটস্টারে ‘দ্য নাইট ম্যানেজার’-এর হাত ধরে ওটিটি আঙিনায় পা রেখেছিলেন আদিত্য রায় কাপুর। ‘রক্ত ব্রহ্মাণ্ড’ তাঁর অভিনীত দ্বিতীয় সিরিজ হতে চলেছে। অপরদিকে সামান্থা কোনও প্রজেক্টের অংশ হলেই সেদিকে চোখ থাকে দর্শকদের। ইতিমধ্যেই রাজ ও ডিকের ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-এর হাত ধরে ওটিটিতে পা রাখা সামান্থা পরিচালক জুটির ‘সিটাডেল : হানি বানি’তে কাজ করেছেন বরুণ ধাওয়ানের সঙ্গে। এটি তাঁর তৃতীয় ওয়েব সিরিজ। অন্যদিকে ওয়ামিকা গাব্বিও ওয়েব প্ল্যাটফর্মে সকলের নজর কেড়েছেন ‘জুবিলি’র মত সিরিজে তাঁর অভিনয় ক্ষমতার সৌজন্যে। সেই কারণেই এই সিরিজের কাস্টিংয়ের দিকে চোখ রেখে বলাই যায়, সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ থাকবে।
রাজ ও ডিকের কাজের ঝুলিও পরিপূর্ণ। ‘গানস অ্যান্ড গুলাবস’-এর হাত ধরেই নেটফ্লিক্সের সঙ্গে তাঁদের পথচলার শুরু। এই নতুন সিরিজটি এই ওটিটি প্ল্যাটফর্মে তাঁদের দ্বিতীয় কাজ। ইতিমধ্যেই বরুণ ধাওয়ান ও সামান্থাকে নিয়ে ‘সিটাডেল : হানি বানি’র পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করেছেন তাঁরা। এবার হাত দিয়েছেন অ্যামাজন প্রাইমে মনোজ বাজপেয়ীর সঙ্গে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের তৃতীয় সিজনের শুটিংয়ে। এছাড়াও পঙ্কজ ত্রিপাঠী, কুণাল খেমু ও পত্রলেখাকে নিয়ে ‘গুলকন্দা টেলস’ নামের একটি সিরিজ নির্মাণ করছেন তাঁরা। সেটির পরিচালনায় রয়েছেন রাহি অনিল বার্বে।
আরও পড়ুন: গুপ্তচরবৃত্তি নিয়ে আদিত্যর নতুন ছবি, ২৫ জুলাই শুটিং শুরু করছেন রণবীর
এদিকে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনে সম্পর্ক ভাঙার কারণে চর্চায় রয়েছেন আদিত্য ও সামান্থা। তাঁদের সিরিজে একসঙ্গে জুটি বাঁধার খবর প্রকাশ্যে আসতেই এক নেটিজেন লিখেছেন, ‘ আদিত্য আর সামান্থা কি সিরিজে একসঙ্গে জুটি বাঁধছেন? তাঁদের একসঙ্গে দেখতে দারুণ লাগবে।’ এখন দেখার বিষয় ওটিটি প্ল্যাটফর্মে আদিত্য-সামান্থা জুটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে কতখানি সক্ষম হয়!
5 thoughts on “রাজ-ডিকের নেটফ্লিক্স ফ্যান্টাসি সিরিজে আদিত্য-সামান্থা, সঙ্গে ওয়ামিকা”
Comments are closed.