অডিশন নিতে কলকাতায় সারেগামাপা, আবার শুরু গানের লড়াই
সারেগামাপা ২০২৪ কড়া নাড়ছে গানের মনের চৌকাঠে। জি টিভির জনপ্রিয় এই মিউজিক রিয়্যালিটি শো শুরু করেছে অডিশন নেওয়া। দেশের প্রধান শহর গুলোতে হবে অডিশন। এই অডিশনের মাধ্যমেই বেছে নেওয়া হবে মূল মঞ্চের প্রতিযোগীদের।
কলকাতায় অডিশন হতে চলেছে ২০ জুলাই। যারা গান অন্ত প্রাণ, চান গানকে কেরিয়ার হিসেবে বেছে নিতে তাদের জন্য সুবর্ণ সুযোগ। তবে বয়স কমপক্ষে ১৫ হওয়া বাধ্যতামূলক। জি ফাইভ অ্যাপে সারেগামাপা ব্যানারে ক্লিক করে নাম নথিভুক্ত করা যাবে। অন্য উপায়ও রয়েছে। মিসড্ কল দিতে হবে 8291829134 নম্বরে।
প্রতিযোগীদের গ্রুমিং করবেন মিউজিক গুরুরা। ২০ জুলাই সকাল ৯ টা থেকে সল্টলেক সেক্টর ফাইভের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে হবে অভিশন। কলকাতা ছাড়া অডিশন হবে মুম্বই, চন্ডীগড়, জয়পুর, দিল্লি শহরেও।
One thought on “অডিশন নিতে কলকাতায় সারেগামাপা, আবার শুরু গানের লড়াই”
Comments are closed.