জুরাসিক ওয়র্ল্ডে স্কারলেট জোহানসন, ফিরলেন ডেভিড কোপ

Share It

আগামী ‘জুরাসিক ওয়র্ল্ড’ (Jurassic World) ছবিতে থাকছেন স্কারলেট জোহানসন (Scarlett Johansson)। নিজেই ‘স্বপ্নপূরণ’ এর এই খবর জানিয়েছেন অভিনেতা।

‘জুরাসিক ওয়র্ল্ড’ ফ্র্যাঞ্চাইজিতে তাঁর থাকার বিষয়ে দীর্ঘদিনের রটনায় শীলমোহর দিয়ে স্কারলেট বলেন, “দীর্ঘ এক দশক ধরে আমি এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে চেয়েছি। এবার সেই সময়। একটা দুর্দান্ত চিত্রনাট্য পেয়েছি। প্রায় তিন দশক পরে এই ফ্র্যাঞ্চাইজির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোপ। ওঁর চিত্রনাট্যের চরিত্র হতে পারা দারুণ ব্যাপার।”

গল্পটিও লিখেছেন ডেভিড কোপ (David Koepp)। ডেভিড জুরাসিক পার্কের অন্যতম মূল চিত্রনাট্যকার, যিনি প্রায় তিন দশক পর ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছেন।

সূত্রের খবর, এখনও নাম নির্দিষ্ট না হলেও এটা নিশ্চিত যে ছবিটি পরিচালনা করবেন গ্যারেথ এডওয়ার্ডস (Gareth Edwards)। ছবিটি বর্তমানে প্রযোজনাধীন। সব ঠিক থাকলে ২ জুলাই, ২০২৫ এ বিশ্বব্যাপী মুক্তি পাবে এই ছবি।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে প্রথমবার স্টিভন স্পিলবার্গ (Steven Spielberg) ‘জুরাসিক পার্ক’ (Jurassic Park) ছবি আনেন। ১৯৯৭ সালে স্পিলবার্গ নিয়ে আসেন ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘দ্য লস্ট ওয়র্ল্ড’ (The Lost World: Jurassic Park)
। ২০০১ এ জো জনস্টন-এর পরিচালনায় আসে ‘জুরাসিক পার্ক ৩’ (Jurassic Park III)। ২০১৫ সালে কলিন ট্রেভরো (Colin Trevorrow) পরিচালনা করেন জুরাসিক ওয়র্ল্ড (Jurassic World)। ২০১৮ সালে জে বায়োনার (J. A. Bayona) পরিচালনায় আসে ‘জুরাসিক ওয়র্ল্ড: ফলেন কিংডম’ (Jurassic World: Fallen Kingdom) এবং শেষ বার পর্দায় আসে ২০২২ সালে কলিন ট্রেভরোর পরিচালনায় ‘জুরাসিক ওয়র্ল্ড ডোমিনিয়ন (Jurassic World Dominion)। নতুন জুরাসিক ওয়র্ল্ড হতে চলেছে জুরাসিক ফ্র্যাঞ্চাইজির সপ্তম ছবি।

Loading


Share It