প্যারিস অলিম্পিকে ‘ইন্ডিয়া হাউস’ উদ্ধোধনী মঞ্চ মাতাবেন শান
সোমনাথ লাহা
শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউনের পালা। বাকি আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপরেই শুরু হয়ে যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ‘অলিম্পিক’। এবার অলিম্পিকের আসর বসছে প্যারিসে। ভারতীয় অ্যাথলিটরা এবার অলিম্পিকের মঞ্চে প্রত্যাশা অনুযায়ী দারুণ ফলাফল করে দেশের মুখ উজ্জ্বল করবেন সেই আশাতেই বুক বাঁধছেন সকলে। পদক প্রাপ্তদের তালিকা গতবারের তুলনায় বেশি হবে এই আশাও রয়েছে।
খেলার ময়দানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে নামার আগে বিশেষ ব্যবস্থা করা হয়েছে অ্যাথলিটদের জন্য। এই প্রথমবার অলিম্পিকের জন্য প্যারিসে তৈরি করা হয়েছে ‘ইন্ডিয়া হাউস’। এটির ভাবনা এবং নির্মাণের নেপথ্যে রয়েছে নীতা আম্বানির রিলায়েন্স ফাউন্ডেশন। সেটির উদ্ধোধনী অনুষ্ঠানের মঞ্চে অ্যাথলিটদের সামনে স্পেশ্যাল পারফরম্যান্স করতে চলেছেন শান।
এরকম একটি সুযোগ পেয়ে রীতিমতো আপ্লুত গায়ক। গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানিয়েছেন, “এটা আমার কাছে দারুণ সম্মান এবং গর্বের বিষয়। ইন্ডিয়া হাউসের উদ্বোধনের মঞ্চে ভারতীয় অ্যাথলিটদের জন্য পারফর্ম করব, তাঁদের উৎসাহিত করার সুযোগ পাব, এটা ভেবেই খুব ভাল লাগছে।” এখানেই শেষ নয়। এই বিশেষ মঞ্চে অ্যাথলিটদের জন্য স্পেশ্যাল গান গাইতে চলেছেন তিনি।
শান বলেছেন, “‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে একটা গান রেকর্ড করেছিলাম। সেটা সিনেমায় ব্যবহার করা হয়নি। সেই গানটা ভারতীয় অ্যাথলিটদের সামনে প্রথমবার গাইব। গানটা প্রীতমদার কম্পোজ করা এবং লিখেছেন কৌশর মুনীর। এই গানটা এই অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা অ্যাথলিটদের ডেডিকেট করব এই গানটি।”
৯০ মিনিটের পারফরম্যান্সে ‘ওম শান্তি ওম’ ছবির ‘দিওয়ানগি.. দিওয়ানগি’ থেকে ‘দশ’ ছবির ‘দশ বাহানে’, ‘দিল চাহতা হ্যায়’ ছবির ‘কোই কহে…কেহতা রহে’র মত একাধিক সুপারহিট গানের ডালি থাকবে শানের এই অনুষ্ঠানে। প্রসঙ্গত সঙ্গীত দুনিয়ার মানুষ হলেও শানের সঙ্গে খেলাধুলার যোগাযোগ যথেষ্টই। দেশের হয়ে অলিম্পিকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা বাঙালি দুই তীরন্দাজ ভাই-বোন দোলা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর আত্মীয়।
নিজের এই পারফরম্যান্স নিয়ে মজা করে শান বলেছেন, “গায়কদের মধ্যে অন্যতম ফিট আমি। তাই পারফর্ম করার ব্যাপারে আমি গ্রেট ফিট।” অপরদিকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ফিরছেন সিলিন ডিওন। ইতিমধ্যেই সেইজন্য প্যারিসে পৌঁছে গিয়েছেন এই কানাডিয়ান গায়িকা।