আবার একসঙ্গে শাহিদ-বিশাল

Share It

সোমনাথ লাহা

বড় পর্দায় যতবার জুটি বেঁধেছেন শাহিদ কাপুর ও পরিচালক বিশাল ভরদ্বাজ ততবার‌ই বক্স অফিসে ঝড় উঠেছে। ‘কামিনে’, ‘হায়দার’-এর মত ছবি যেমন দর্শক এবং সমালোচক মহলে প্রশংসিত ও সমাদৃত হয়েছে, তেমন‌ই বক্স অফিসেও দুর্দান্ত ব্যবসা করেছে।

এবার আবার‌ও একসঙ্গে হাত মেলাতে চলেছেন শাহিদ ও বিশাল। সূত্রের খবর, এটি হতে চলেছে বিশাল ভরদ্বাজের পরিচালনায় প্রথম অ্যাকশন থ্রিলার ছবি। খুব বড় আকারে এই ছবির নির্মাণের কাজটি করতে চলেছেন ছবির প্রযোজক। প্রসঙ্গত, এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। যিনি ইতিপূর্বে ২০১৭ তে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রঙ্গুন’ ছবিটির‌ও প্রযোজনা করেছিলেন। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন স‌ইফ আলি খান, কঙ্গনা রানাউত এবং শাহিদ কাপুর। এই ছবির জন্য পরিচালক ও প্রযোজক দু’জনের‌ই প্রথম পছন্দ ছিলেন শাহিদ।

ছবিতে রয়েছে আরও বড় চমক। এই ছবির জন্য ছ’টি ম্যাসিভ অ্যাকশন সেট তৈরির পরিকল্পনা করেছেন প্রযোজক ও পরিচালক। অপরদিকে সূত্রের খবর, ইতিমধ্যেই ছবির কাহিনি শুনেছেন শাহিদ। ছবির গল্প তাঁর পছন্দ হয়েছে। বিশালের সঙ্গে কাজ করার জন্য সবসময়ই আগ্রহী থাকেন নায়ক। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যাবে এই ছবির শুটিং। ভারতের পাশাপাশি আমেরিকাতেও হবে এই ছবির শুটিং।

ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি। তবে এই প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখেই এই ছবির নির্মাণ করতে চলেছেন ছবির প্রযোজক ও পরিচালক। ছবিতে শাহিদের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। শোনা যাচ্ছে বলিউডের প্রথম সারির কোন‌ও নায়িকার কথাই ভাবা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।

প্রসঙ্গত, শাহিদ কাপুর এখন ব্যস্ত ‘দেবা’ ছবির শুটিংয়ের কাজে। ছবিতে তাঁকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। আগামী বছর ভ্যালেন্টাইনস ডে’র সপ্তাহে মুক্তি পাবে সেই ছবি। তাই বিশাল-শাহিদের এই ছবির কাজ সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে নির্দিষ্ট সময়ে। তবে ছবিটি শুটিং ফ্লোরে যেতে কিছুটা দেরি হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে পরিচালকের ঘনিষ্ঠ মহল থেকে।

Loading


Share It