রাকেশ রোশনের জীবন নিয়ে ডকু-সিরিজে শাহরুখ-প্রিয়াঙ্কা, রেখা-জীতেন্দ্র
সোমনাথ লাহা
বলিউডের সংস্কৃতিমনস্ক পরিবারের মধ্যে রোশন পরিবার অন্যতম। রোশন লাল নাগরথ যিনি প্রখ্যাত সঙ্গীত পরিচালক রোশন হিসেবে হিন্দি ছবির জগতে সুপরিচিত, তাঁর জন্ম হয়েছিল পাকিস্তানের গুজরানওয়ালাতে। পরবর্তী সময়ে তিনি মুম্বইতে (তৎকালীন বম্বে) এসে সঙ্গীত পরিচালক হিসেবে হিন্দি ছবির দুনিয়ায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন। পাঁচ ও ছয়ের দশকে বহু হিন্দি ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। রোশনের দুই পুত্রের মধ্যে বড় হলেন রাকেশ আর ছোট রাজেশ।
রাকেশ রোশনের কেরিয়ারের শুরুটা অভিনেতা হিসেবে হলেও পরবর্তী সময়ে তিনি প্রযোজক ও পরিচালক হিসেবে বলিউডে নিজের দক্ষতার পরিচয় দেন। অপরদিকে রাজেশ রোশন বাবার পথ অনুসরণ করে বলিউডে সঙ্গীত পরিচালক হিসেবে সুপরিচিত।
আরও পড়ুন: দুই নারীর সম্পর্কের কাহিনি নিয়ে নেটফ্লিক্সে করণ, মুখ্য চরিত্রে কঙ্কনা-প্রতিভা
আরও পড়ুন: করণের হাত ধরে আবার জাহ্নবী-ইশান জুটি, পরিচালক নীরজ
বর্তমান সময়ে দাঁড়িয়ে রাকেশ-পুত্র হৃত্বিক রোশন বলিউডের অন্যতম সুপারস্টার। তাঁর সুপারস্টার হয়ে ওঠার যাত্রা বাবা রাকেশের ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’-র হাত ধরেই শুরু।
খবর, রাকেশ রোশনের জীবনকে ঘিরে তৈরি হয়েছে একটি ডকুমেন্টারি-সিরিজ। সম্প্রতি শেষ হয়েছে সেই কাজ। এই ডকু-সিরিজটি পরিচালনা করেছেন শশী রঞ্জন। এই ডকুমেন্টারিতে যেমন দেখা যাবে হৃত্বিক সহ রোশন পরিবারের অন্যান্য সদস্যদের, তেমনই রয়েছেন বলিউডের একাধিক তারকাও। তালিকায় রয়েছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া সহ একাধিক বলিউড স্টার। এদের পাশাপাশি রাকেশের বন্ধুপ্রতিম সহ-অভিনেতা জীতেন্দ্র, রেখা’র মত বর্ষীয়ান শিল্পীদের সাক্ষাৎকারও রয়েছে।
আরও পড়ুন: রাজ-ডিকের নেটফ্লিক্স ফ্যান্টাসি সিরিজে আদিত্য-সামান্থা, সঙ্গে ওয়ামিকা
আরও পড়ুন: গুপ্তচরবৃত্তি নিয়ে আদিত্যর নতুন ছবি, ২৫ জুলাই শুটিং শুরু করছেন রণবীর
রাকেশের একাধিক ছবিতে অ্যাকশন দৃশ্যের পরিচালনা করা শ্যাম কৌশল জানিয়েছেন তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি রাকেশের ছবির আইকনিক অ্যাকশন দৃশ্যগুলির নেপথ্যের বহু অজানা কাহিনি।
বলিউডে প্রায় তিন প্রজন্ম ধরে কাজ করে চলা রোশন পরিবারের গল্পও উঠে এসেছে এই সিরিজে। এখানেই শেষ নয়। বাবার পরিচালনায় হৃত্বিকের সাফল্যের কাহিনির পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের হাতে গুলিবিদ্ধ রাকেশের লড়াই, ক্যান্সার জয়, রাজ কাপুরের পরিবারের সঙ্গে রোশন পরিবারের সম্পর্ক, রোশন পরিবারের ওঠা-পড়ার গল্প সবকিছুই উঠে এসেছে তথ্যচিত্রটিতে।
খুব শীঘ্রই মুক্তি পাবে এই ডকুমেন্টারি-সিরিজ।