বাংলাদেশে আটকে পড়া বিপন্ন ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগী সোনু

Share It

সোমনাথ লাহা

তিনি অসহায় মানুষের বন্ধু। গরীব মানুষের মসিহা। করোনার সময় থেকেই তাঁর বিশাল হৃদয়ের ছোঁয়া পেয়েছেন বহু মানুষ। এক অর্থে বাস্তবের সত্যিকারের নায়ক তিনি। তিনি আর কেউ নন, বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। এবার বাংলাদেশে আটকে পড়া বিপন্ন ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন এই অভিনেতা।

অস্থিরতার করাল গ্রাসে জ্বলছে বাংলাদেশ। এই অবস্থায় সেখানে আটকে পড়েছেন বহু ভারতীয়। সোশ্যাল মিডিয়ায় এদিন সেই সমস্ত ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসার বার্তা দিয়েছেন সোনু। অভিনেতার কথায়, প্রতিবেশী দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার দায়িত্ব কেবলমাত্র সরকারের নয়, আমাদের দেশের সকলের।

মঙ্গলবার সমাজমাধ্যমে একজন ভারতীয় মহিলার ভিডিও শেয়ার করেছেন সোনু সুদ। ভিডিওতে সেই মহিলা বলছেন কয়েকদিন ধরেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বিজয় মিছিলে যাওয়ার সময় তাঁদের বাড়িতেও ভাঙচুর করা হয়েছে। দেওয়া হয়েছে দেশ ছাড়ার হুমকিও। তাই বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসা জরুরি বলেই মনে করছেন সোনু।

Loading


Share It