আড্ডাটাইমসে ‘দেখেছি তোমাকে শ্রাবণে’; জুটি সৌম্য-নেহা
সোমনাথ লাহা
শ্রাবণের আকাশজুড়ে এখন বর্ষার কালো মেঘের ঘনঘটা। শহর তিলোত্তমায় এখন শুধুই বৃষ্টি। বর্ষার প্রেক্ষাপটে এক রোমান্টিক ড্রামা ওয়েবসিরিজ নিয়ে উপস্থিত ওটিটি প্ল্যাটফর্ম আড্ডাটাইমস। সিরিজের নাম ‘দেখেছি তোমাকে শ্রাবণে।’ প্রসঙ্গত, ‘প্রেমে পড়া বারণ’ এবং ‘বসন্ত এসে গেছে’-র সাফল্যের পর আবার একটি সিরিজ নিয়ে আসছে এই ওয়েব প্ল্যাটফর্মটি। নতুন এই সিরিজে মুখ্য চরিত্রে জুটি বাঁধছেন সৌম্য মুখোপাধ্যায় এবং নেহা আমনদীপ। এই সিরিজের হাত ধরেই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন সৌম্য ও নেহা। সিরিজটি পরিচালনা করছেন অরিজিৎ তোতোন চক্রবর্তী।
সিরিজের কাহিনি আবর্তিত হয়েছে শহরের একজন ক্ষমতাশালী প্রোমোটার বিশ্বনাথের একমাত্র সন্তান রুদ্রকে ঘিরে। ঘটনাচক্রে রুদ্র পতিব্রতা একজন বিধবা নারী ইরার প্রেমে পড়ে। ইরা নিজের অতীতকে আঁকড়ে ধরে থাকার কারণে প্রথমে তাকে ফিরিয়ে দেয়। গল্পে নতুন মোড় আসে যখন রুদ্রর বাবা বিশ্বনাথ ইরাদের বাড়িটি কিনতে চান। কিন্তু ইরার শ্বশুরমশাই সেই প্রস্তাব প্রত্যাখান করায় ক্রুদ্ধ বিশ্বনাথ বাড়ি খালি করার জন্য গুণ্ডা পাঠায়। তারপর কি হয়! সেই উত্তর জানতে হলে দেখতে হবে ওয়েবসিরিজটি।
সিরিজে রুদ্র এবং ইরার ভূমিকায় রয়েছেন সৌম্য ও নেহা। বিশ্বনাথের চরিত্রে অভিনয় করেছেন ভরত কল। অন্যান্য চরিত্রে রয়েছেন তুলিকা বসু, ময়না মুখোপাধ্যায়, আদিত্য বক্সী, বুদ্ধদেব ভট্টাচার্যর মত অভিনেতা-অভিনেত্রীরা। ওয়েব সিরিজে সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি। প্লেব্যাকে রয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, দেবায়নের মত শিল্পীরা।

সৌম্য এবং নেহা দু’জনেই টলিপাড়ার অতি পরিচিত মুখ। নেহাকে ইতিমধ্যেই ‘স্ত্রী’, ‘যোগমায়া’-র মতো মেগা ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। অপরদিকে সিনেমা ও সিরিজের পরিচিত মুখ সৌম্য। ইতিমধ্যেই ‘প্রেম টেম’, ‘চিনি ২’-র মত ছবির পাশাপাশি ‘হোলি ফাক’-এর মত সিরিজে তাকে দেখেছেন দর্শকরা। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘পারিয়া’-তে নেগেটিভ চরিত্রে সৌম্যর অভিনয় রীতিমত প্রশংসিত হয়েছে দর্শকমহলে। তাই এই নতুন জুটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা থাকবে তা বলাই যায়।
সিরিজে অভিনয় প্রসঙ্গে সৌম্য জানান, “আমি প্যাশনেট লাভ স্টোরি দেখে বড় হয়েছি। আজকাল এমন প্রেমের গল্প খুব কম দেখা যায়। রুদ্রর চরিত্রটা ভীষণ আকর্ষণীয়। আমার সেই চরিত্রগুলো করতেই ভাল লাগে যেগুলো একমাত্রিক নয়। এই চরিত্রটি একাধারে অনির্দেশ্য এবং অপরদিকে খুবই অনুগত। এই গল্পের অংশ হতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি।” নেহার কথায়, “ইরার চরিত্রটা প্রেম, কোনও কিছু হারিয়ে ফেলা, আবার নতুন করে শুরু করা এমন সমস্ত পর্বের মধ্যে দিয়ে যায়।”
পরিচালকের মতে, “এই প্রেমের কাহিনিটি বর্ষার কলকাতায় ফুটিয়ে তুলতে পেরে খুবই ভাল লাগছে। কারণ এই সময় শহরের রূপ বদলে যায়।” সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিজে সৌম্য ও নেহার চরিত্রের লুকস। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে আড্ডাটাইমসে দেখা যাবে এই ওয়েবসিরিজটি।
এই সিরিজটি যে দর্শকদের ভালো লাগবে তা নিয়ে বেশ আশাবাদী পরিচালক।
এখন দেখার বিষয় এটাই যে ‘দেখেছি তোমাকে শ্রাবণে’ কতখানি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়। সেই উত্তর দেবে সময়ই।