ফরচুন ইলিশে মজলিসে সৌরভ
ফরচুন ইলিশে মজলিসে সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে প্রকাশ্যে এল নতুন ফরচুন ইলিশ প্যাক। এই প্যাকের ডিজাইন করা হয়েছে ১৯ শতকের কালীঘাট পটচিত্রের অনুপ্রেরণায়। নিজের পছন্দের ইলিশের পদ রান্নাও করেন সৌরভ।
৫০ জন প্রতিযোগী লাইভ রান্না প্রতিযোগিতায় অংশ নেন এবং ইলিশের বিভিন্ন রেসিপি পরিবেশন করেন।
বিজয়ীদের পুরস্কারমূল্য, মানপত্র এবং স্মারক দেওয়া হয়। ফরচুন কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের বিশেষ সংস্করণের ইলিশ প্যাক চালু করার অংশ হিসেবেই এই প্রতিযোগিতাকে রেখেছিল সংস্থা।

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ইলিশ মাছের কোড়ই খেতে খুব ভালবাসি আমি। নতুন এই প্যাকের ডিজাইন দেখে আমার বাড়িতে ইলিশ খাওয়ার কথা আর ইলিশের সৌন্দর্যের কথা মনে হল।”

আদানি উইলমার লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং, মুকেশ মিশ্র বলেন, “আমরা ফরচুন ইলিশে মজলিসের সাফল্যে খুশি। এর মাধ্যমে আমরা খাঁটি বাঙালি রান্নার ঐতিহ্যের উদযাপন করেছি। আমাদের বিপণন দূত সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি উৎসবকে অন্য মাত্রা দিয়েছে।”