লোকেশ কানাগরাজের ছবিতে আমির!

একজন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। অপরজন দক্ষিণের নামী পরিচালক। তাঁর পরিচালিত প্যান ইন্ডিয়ান ছবিগুলো বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। এবার এই দু’জনের মেলবন্ধন ঘটতে চলেছে। এতটা শুনেই উৎসাহিত হয়ে পড়া পাঠকদের উদ্দেশ্যে জানাই নতুন ছবি নিয়ে মিটিং হয়েছে আমির খান ও পরিচালক লোকেশ কানাগরাজের মধ্যে।

দিওয়ালিতে আমির, সঙ্গে ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’

বলিউডে দিওয়ালিতে বড় ব্যানার এবং বড় স্টারের ছবি মুক্তি পাওয়াটা কোন‌ও বড় বিষয় নয়। এবার সেই তালিকায় বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান‌ও। তবে সশরীরে নয়। তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি ছবি ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’ মুক্তি পেতে চলেছে এবারের দিওয়ালিতে।