লোকেশ কানাগরাজের ছবিতে আমির!
একজন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। অপরজন দক্ষিণের নামী পরিচালক। তাঁর পরিচালিত প্যান ইন্ডিয়ান ছবিগুলো বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। এবার এই দু’জনের মেলবন্ধন ঘটতে চলেছে। এতটা শুনেই উৎসাহিত হয়ে পড়া পাঠকদের উদ্দেশ্যে জানাই নতুন ছবি নিয়ে মিটিং হয়েছে আমির খান ও পরিচালক লোকেশ কানাগরাজের মধ্যে।