আড্ডাটাইমসে ‘দেখেছি তোমাকে শ্রাবণে’; জুটি সৌম্য-নেহা

শ্রাবণের আকাশজুড়ে এখন বর্ষার কালো মেঘের ঘনঘটা। শহর তিলোত্তমায় এখন শুধুই বৃষ্টি। বর্ষার প্রেক্ষাপটে এক রোমান্টিক ড্রামা ওয়েবসিরিজ নিয়ে উপস্থিত ওটিটি প্ল্যাটফর্ম আড্ডাটাইমস। সিরিজের নাম ‘দেখেছি তোমাকে শ্রাবণে।’ প্রসঙ্গত, ‘প্রেমে পড়া বারণ’ এবং ‘বসন্ত এসে গেছে’-র সাফল্যের পর আবার একটি সিরিজ নিয়ে আসছে এই ওয়েব প্ল্যাটফর্মটি। নতুন এই সিরিজে মুখ্য চরিত্রে জুটি বাঁধছেন সৌম্য মুখোপাধ্যায় এবং নেহা আমনদীপ। এই সিরিজের হাত ধরেই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন সৌম্য ও নেহা। সিরিজটি পরিচালনা করছেন অরিজিৎ তোতোন চক্রবর্তী।