অঘোরীতন্ত্রের রহস্য নিয়ে এহসাসের তথ্যচিত্র, নিবেদনে তনুশ্রী

হিন্দু সন্ন্যাসীদের অন্যতম একটি রহস্যময় গোষ্ঠী, অঘোরী। তাঁদের এক স্বতন্ত্র আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি রয়েছে। অঘোর শব্দের অর্থ তপস্বী শৈব। অর্থাৎ শিবের উপাসনা করেন যাঁরা। আদিদেবের সৌজন্যেই এই সম্প্রদায়ের উৎপত্তি, এমনটাই বিশ্বাস করা হয়। শিবের উপাসক তথা শিব ভক্ত দত্তাত্রেয় ঋষিকে বলা হয় অঘোর শাস্ত্রের গুরু। প্রচলিত ধর্মীয় নিয়ম বিধির বাইরে বেরিয়ে আধ্যাত্মিক সাধনা করেন এই শাস্ত্রের নিয়ম মেনে চলা সাধুরা। সেই কারণেই এঁদের সাধনা, ভাবনা-চিন্তা, আচরণ সামাজিক লোকচক্ষুর অন্তরালেই থাকে। এইজন্যই তাঁরা গোপন ও অধরা একটি গোষ্ঠী।