বলিউডে বাল ঠাকরের নাতি, ঐশ্বরীকে অনুরাগের ছোঁয়া

আবার স্টার্ট সাউন্ড, ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি ববি দেওলের সঙ্গে একটি ছবির কাজ করেছেন তিনি। এবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের হয়ে একটি থ্রিলার ছবির নির্মাণের কাজে হাত দিয়েছেন অনুরাগ। সেখানে রয়েছে চমক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরী ঠাকরে। সম্পর্কে যিনি শিবসেনা সুপ্রিমো বালা সাহেব ঠাকরের নাতি। প্রসঙ্গত অনুরাগের এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন ঐশ্বরী। তার মা স্মিতা ঠাকরে একজন সমাজকর্মীর পাশাপাশি প্রযোজক হিসেবে সুপরিচিত বলিপাড়ায়। ঐশ্বরী নিজের প্রথম কাজটিই করছেন অনুরাগ কাশ্যপের সঙ্গে।